বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৪০। 
কালী-কীর্তন
 

‌ওরে, মন কী ব্যাপারে এলি ।
ও তুই না চিনিয়ে কাজের গোড়া,
লাভে মূলে হারাইলি
গুরুদত্ত রত্ন ভরে, কেন ব্যাপার না করিলি ।
ও তুই কুসঙ্গেতে থেকে রত, মধ্যে তরি ডুবাইলি
শ্রীরামপ্রসাদ বলে, সে অর্থ কেন না আনিলি ।
ও তোর ব্যাপারেতে লাভ হবে কী,
মহাজনকে মজাইলি


সূত্র: