বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৪৪। 
কালী-কীর্তন
মুলতান - একতালা

‌কার বা চাকরি করো (রে মন) ।
ও তুই বা কে, তোর মনিব কে রে,
হলি কার নফর
মহাছিবা দিতে হবে, নিকাশ তৈয়ার করো ।
ও তোর আমদানিতে শূন্য দেখি,
কর্জ জমা ধর (ওরে ও মন)
দ্বিজ রামপ্রসাদ বলে, তারার নামটি সার ।
ওরে, মিছে কেন দারা সুতের,
বেগার খেটে মর (ওরে ও মন)


সূত্র: