বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৪৭। 
কালী-কীর্তন
 

‌মন তুই কাঙালি কীসে ।
ও তুই জানিস নারে সর্বনেশে
অনিত্য ধনের আশে,
ভ্রমিতেছ দেশে দেশে,
ও তোর ঘরে চিন্তামণি-নিধি,
দেখিস নারে বসে বসে
মনের মতো মন যদি হও,
রাখোরে জোগাতে নিশে,
যখন অজপা পূর্ণিত হবে,
ধরবে না আর কাল-বিষে
গুরুদত্ত রত্ন-তোড়া বাঁধোরে যতনে কষে ।
দীন, রামপ্রসাদের এই মিনতি,
অভয়চরণ পাবার আশে


সূত্র: