বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৪৯। কালী-কীর্তন
খটভৈরবী - একতালাতোমার সাথি করে ও মন ।
তুমি কার আশায় বসেছ রে মন ॥
তনুর তরি ভবের চড়ায়, ঠেকে রয়েছে রে ।
যার যার গুরুর নামে, বাদাম দিয়ে চলে যারে ॥
প্রসাদ বলে ছয় রিপু নিয়ে,
সোজা হয়ে চলো রে ।
নইলে আঁধারের কুটিরের গোঁত,
যোগে লেগেছে রে ॥
সূত্র: