বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৬। কালী-কীর্তন
গারাভৈরবী - ঠুংরীঅপার সংসার, নাহি পারাবার ।
ভরসা শ্রীপদ, সঙ্গের সম্পদ,
বিপদে তারিণী, করো গো নিস্তার ॥
যে দেখি তরঙ্গ অগাধ বারি,
ভয়ে কাঁপে অঙ্গ, ডুবে বা মরি ।
তারো কৃপা করি, কিংকর তোমারই,
দিয়ে চরণ-তরি, রাখো এইবার ॥
বহিছে তুফান, নাহিক বিরাম,
থরথর অঙ্গ কাঁপে অবিরাম ।
পুরাও মনস্কাম, জপি তারানাম,
তারা তব নাম সংসারের সার ॥
কাল গেল কালী হল না সাধন,
প্রসাদ বলে গেল বিফলে জীবন ।
এ ভববন্ধন, করো বিমোচন,
মা বিনে তারিণী কারে দিব ভার ॥
সূত্র: