বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৭। 
কালী-কীর্তন
 

িতি তোরে বুঝাবে কেটা ।
বুঝে বুঝলি না রে মন ঠ্যাঁটা

োথা রবে ঘরবাড়ি তোর,
কোথা রবে দালান-কোঠা ।
যখন আসবে শমন, বাঁধবে কষে মন,
(ও মন !) কোথা রবে বাপ-খুড়া-জ্যাঠা

রণসময় দিবে তোমায়,
ভাঙা কলসি ছেঁড়া চেটা ।
ওরে সেখানেতে তোর নামেতে,
আছে রে যে জাবদা আঁটা

ত ধন জন সব অকারণ,
সঙ্গেতে না যাবে কেটা ।
রামপ্রসাদ বলে দুর্গা ব
'ে,
ছাড় রে সংসারের ল্যাঠা


 


সূত্র: