বিষয়: রামপ্রসাদের গান
গান: ২৯। 
কালী-কীর্তন
জংলা - একতালা

সনে কালী নাম রটো রে !
মৃত্যুরূপা নিতান্ত ধরেছে জঠরে

ালী যার হৃদে জাগে, তর্ক তার কোথা লাগে ।
এ কেবল বাদার্থ মাত্র, খুঁজতেছে ঘটপট রে

রসনারে করো বশ, শ্যামানামামৃত রস ।
তুমি গান করো পান করো,
সে পাত্রের পাত্র বট রে
সুধাময় কালীর নাম, কেবল কৈবল্যধাম ।
করে জপো না কালীর নাম, কী তব উৎকটরে
শ্রুতি রাখো সত্ত্বগুণে, দ্বি-অক্ষর করো মনে ।
প্রসাদ বলে দোহাই দিয়া,
কালী বলে কাল কাটো রে


 


সূত্র: