বিষয়: রামপ্রসাদের গান
গান: ৩২। 
কালী-কীর্তন
 

মা আমার অন্তরে আছ ।
তোমায় কে বলে অন্তরে শ্যামা
তুমি পাষাণমেয়ে বিষম মায়া,
কত কাচ কাচাও মা কাচ
উপাসনাভেদে তুমি, প্রধান মূর্তি ধর পাঁচ ।
যে জন পাঁচেরে এক করে ভাবে,
তার হাতে মা কোথা বাঁচো
বুঝে ভার দেয় না যেজন, তার ভার নিতে হাঁচ ।
যে জন কাঞ্চনের মূল্য জানে,
সে কি ভুলে পেয়ে কাচ
প্রসাদ বলে আমার হৃদয়, অমল কমলসাঁচ ।
তুমি সেই সাঁচে  নির্মিতা হয়ে,
মনোময়ী হয়ে নাচো


 


সূত্র: