বিষয়: রামপ্রসাদের গান
গান: ৩৩। 
কালী-কীর্তন
মুলতান - একতালা

মন কালী কালী বলো ।
বিপদনাশিনী কালীর নাম জপো না,
ওরে ও মন, কেন ভুলো
কিঞ্চিৎ কোরো না ভয়, দেখে অগাধ সলিল ।
ওরে অনায়াসে ভবনদীর কালী কুলাইবেন কূল
যা হবার তা হল ভালো, কাল গেল মন কালী বলো,
এবার কালের চক্ষে দিয়ে ধুলো, ভব-পারাবারে চলো,
শ্রীরামপ্রসাদে বলে, কেন মন ভুলো ।
ওরে, কালী নাম অন্তরে জপো,
বেলা অবসান হইল


 


সূত্র: