বিষয়: রামপ্রসাদের গান
গান: ৩৪। 
কালী-কীর্তন
মুলতান - একতালা

ালো মেঘ উদয় হল অন্তর-অম্বরে ।
নৃত্যতি মানসশিখী কৌতুকে বিহরে,
মা শব্দে ঘন ঘন গর্জে ধরাধরে ।
তাহে প্রেমানন্দ মন্দ হাসি, তড়িৎ শোভা করে

িরবধি অবিশ্রান্ত নেত্রে বারি ঝরে ।
তাহে প্রাণ-চাতকের তৃষাভয় ঘুচিল সত্ত্বরে

হ জন্ম, পর জন্ম, বহু জন্ম পরে ।
রামপ্রসাদ বলে, আর জন্ম হবে না জঠরে


 


সূত্র: