বিষয়: রামপ্রসাদের গান
গান: ৩৬। 
কালী-কীর্তন
গারাভৈরবী - আড়া

ৃৎকমল - মঞ্চে দোলে করালবদনী শ্যামা ।
মনপবনে দুলাইছে দিবস রজনি ওমা ।
ইড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা ।
তার মধ্যে গাঁথা শ্যামা, ব্রহ্মসনাতনী ওমা

বির রুধির তায়, কী শোভা হয়েছে গায় ।
কাম-আদি মোহ যায়, হেরিলে অমনই ওমা

ে দেখেছে মায়ের দোল,
সে পেয়েছে মায়ের কোল ।
রামপ্রসাদের এই বোল, ঢোলমারা বাণী ওমা


 


সূত্র: