বিষয়: রামপ্রসাদের গান
গান: ৩৮। 
কালী-কীর্তন
 

ালীপদ-মরকত-আলানে,
মন- কুঞ্জরেরে বাঁধো এঁটে ।
ওরে কালীনাম তীক্ষ্ণ খড়গে
কর্ম-পাশ ফেলো কেটে

িতান্ত বিষয়াসক্ত মাথায় করো বেসার বেটে ।
ওরে একে পঞ্চভূতের ভার,
আবার ভূতের বেগার মর খেটে

তত ত্রিতাপের তাপে, হৃদিভূমি গেল ফেটে ।
নব কাদম্বিনীর বিড়ম্বনা, পরমায়ু যায় খেটে

ানা তীর্থ পর্যটনে, শ্রমমাত্র পথ হেঁটে ।
পাবে ঘরে বসে চারি ফল, বুঝ না রে দুঃখচেটে

ামপ্রসাদ কয় কীসে কী হয়,
মিছে মলেম শাস্ত্র ঘেঁটে ।
এখন ব্রহ্মময়ীর নাম করে,
ব্রহ্মরন্ধ্র যাক ফেটে


 


সূত্র: