বিষয়: রামপ্রসাদের গান
গান: ৪। 
কালী-কীর্তন

    
মা আমায় ঘুরাবে কত ?
কলুর চোখ-ঢাকা বলদের মত
ভবের গাছে জুড়ে দিয়ে মা,
পাক দিতেছ অবিরত ।
তুমি কী দোষে করিলে আমায়,
ছ'টা কলুর অনুগত ।।
মা শব্দ মমতাযুত, কাঁদলে কোলে করে সুত
দেখি ব্রহ্মাণ্ডেরই এই রীতি মা,
আমি কি ছাড়াজগত ।।
দুর্গা দুর্গা দুর্গা বলে, তরে গেল পাপী কত ।
একবার খুলে দে মা চোখের ঠুলি,
দেখি শ্রীপদ মনের মতো‌ ।।
কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো তো
রামপ্রসাদের এই আশা মা,
অন্তে থাকি পদানত ।।


সূত্র: