বিষয়: রামপ্রসাদের গান
গান: ৪০। কালী-কীর্তন
জংলা - একতালাএকবার ডাকো রে কালী তারা বলে,
জোর করে রসনে ! ও তোর ভয় কীরে শমনে ॥
কাজ কী তীর্থ গঙ্গা কাশী,
যার হৃদে জাগে এলোকেশী ।
তার কাজ কী ধর্মকর্ম, ও তাঁর মর্ম যেবা জানে ।
ভজনের ছিল আশা, সূক্ষ মোক্ষ পূর্ণ আশা ।
রামপ্রসাদের এই দশা, দ্বি-ভাব ভেবে মনে ॥
সূত্র: