বিষয়: রামপ্রসাদের গান
গান: ৪২। 
কালী-কীর্তন
সোহিনীবাহার - একতালা

ুমি এ ভালো করেছ মা, আমারে বিষয় দিলে না ।
এমন ঐহিক সম্পদ কিছু আমারে দিলে না

িছু দিলে না, পেলে না, দিবে না, পাবে না,
তায় বা ক্ষতি কী মোর ! হোক দিলে দিলে বাজি,
তাতেও আছি রাজি, এবার এ বাজি ভোর গো

মা দিতিস দিতাম, নিতাম খেতাম,
মজুরি করিয়ে তোর ।
এবার মজুরি হল না, মজুরা চাবো কী,
কী জোরে করিবো জোর গো

ছো তুমি কোথা, আমি কোথা,
মিছামিছি করি শোর ।
শুধু শোর করা সারা, তোর যে কুধারা,
মোর যে বিপদ ঘোর গো

মা ঘোর মহানিশা, মন যোগে জাগে,
কী কাজ তোর কঠোর ।
আমার এ-কূল ও-কূল, দুকূল গেল,
সুধা না পেলে চকোর গো

মা, আমি টানি কূলে, মন প্রতিকূলে,
দারুণ করম-ডোর ।
রামপ্রসাদ কহিছে, পড়ে দু-টানায়,
মরে মন ভূঁড়া চোর গো


 


সূত্র: