বিষয়: রামপ্রসাদের গান
গান: ৪৫। কালী-কীর্তন
পিলুবাহার - যৎওরে সুরাপান করিনে আমি,
সুধা খাই জয়কালী বলে;
মন-মাতালে মাতাল করে,
মদ-মাতালে মাতাল বলে ।
গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তি মশলা দিয়ে মা,
আমার জ্ঞান-শুঁড়িতে চুয়ায় ভাঁটি,
পান করে মোর মন-মাতালে ।
মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা মা ;
রামপ্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে ॥
সূত্র: