বিষয়: রামপ্রসাদের গান
গান: ৪৯। 
কালী-কীর্তন
 

আমি ক্ষেমার খাসতালুকের প্রজা ।
ওই যে ক্ষেমংকরী আমার রাজা
চেন না আমারে শমন,
চিনলে পরে হবে সোজা ।
আমি শ্যামা মার দরবারে থাকি,
অভয়পদের বই রে বোঝা
ক্ষেমার খাসে আছি বসে,
নাই মহালে শুকা হাজা
দেখো বালি-চাপা সিকস্ত নদী,
তাতেও মহাল আছে তাজা
প্রসাদ বলে শমন তুমি,
বয়ে বেড়াও ভূতের বোঝা,
ওরে যে পদে ও পদ পেয়েছে,
জান না সেই পদের মজা



 


সূত্র: