বিষয়: রামপ্রসাদের গান
গান: ৫০। কালী-কীর্তন
যারে শমন যারে ফিরি ।
ও তোর যমের বাপের কী ধার ধারি ॥
পাপপুণ্যের বিচারকারী,
তোর যম হয় কালেক্টরী ।
আমার পুণ্যের দফা সর্বে শূন্য,
পাপ নিয়ে যা, নিলাম করি ॥
শমনদমন শ্রীনাথচরণ, সর্বদাই হৃদে ধরি ।
আমার কীসের শঙ্কা, মেরে ডঙ্কা,
চলে যাব কৈলাসপুরী ॥
রামপ্রসাদের মা শংকরী, দেখো না চেয়ে ভয়ংকরী ।
আমার পিতা বটেন শূলপাণি,
ব্রহ্মা বিষ্ণু দ্বারের দ্বারী ॥
সূত্র: