বিষয়: রামপ্রসাদের গান
গান: ৫১। কালী-কীর্তন
দূর হয়ে যা যমের ভটা ।
ওরে আমি ব্রহ্মময়ীর ব্যাটা ॥
বল্ গে যা তোর যমরাজারে,
আমার মতন নিছে কটা ।
আমি যমের যম হইতে পারি,
ভাবলে ব্রহ্মময়ীর ছটা ॥
প্রসাদ বলে কালের ভটা,
মুখ সামলায়ে বলিস ব্যাটা ।
কালীর নামের জোরে বেঁধে তোরে
সাজা দিলে রাখবে কেটা ॥
সূত্র: