বিষয়: রামপ্রসাদের গান
গান: ৫২। কালী-কীর্তন
আমি নই আটাশে ছেলে ।
ভয়ে ভুলব নাকো চোখ রাঙালে ॥
সম্পদ আমার ও রাঙাপদ,
শিব ধরেন যা হৃৎকমলে ।
(ওমা) আমার বিষয় চাইতে গেলে,
বিড়ম্বনা কতই ছলে ॥
শিবের দলিল সই মোহরে, রেখেছি হৃদয়ে তুলে
এবার করব নালিশ নাথের আগে,
ডিক্রি লব এক সওয়ালে ॥
জানাইব কেমন ছেলে, মোকদ্দমায় দাঁড়াইলে ।
যখন গুরুদত্ত দস্তাবিজ,
গুজরাইব মিছিল কালে ॥
মায়েপোয়ে মোকদ্দমা,
ধুম হবে রামপ্রসাদ বলে ।
আমি ক্ষান্ত হব যখন আমায়,
শান্ত করে লবে কোলে ॥
সূত্র: