বিষয়: রামপ্রসাদের গান
গান: ৫৮। কালী-কীর্তন
মন কোরো না দ্বেষাদ্বেষি,
যদি হবি রে বৈকুন্ঠবাসী ॥
আমি বেদাগম পুরাণে,
করিলাম কত খোঁজ-তালাশি ।
ওই যে কালী, কৃষ্ণ, শিব রাম,
সকল আমার এলোকেশী ॥
শিবরূপে ধর শিঙা, কৃষ্ণরূপে বাজাও বাঁশি ।
ওমা রামরূপে ধর ধনু, কালীরূপে করে অসি ॥
দিগম্বরী দিগম্বর, পিতার চরণবিলাসী ।
শ্মশানবাসিনীবাসী, অযোধ্যা-গোকুলনিবাসী ॥
ভৈরবী ভৈরবসঙ্গে, শিশুসঙ্গে এক বয়সি ।
যেমন অনুজ ধানুকিসঙ্গে, জানকী পরম রূপসি
প্রসাদ বলে ব্রহ্ম নিরূপণের কথা দেঁতোর হাসি ।
আমার ব্রহ্মময়ী সর্বঘটে, পদে গঙ্গা গয়া কাশী ॥
সূত্র: