বিষয়: রামপ্রসাদের গান
গান: ৬। 
কালী-কীর্তন

মন রে কৃষি কাজ জান না
এমন মানবজমি রইল পতিত,
আবাদ করলে ফলত সোনা ।
কালী নামে দেওরে বেড়া, ফসলে তছরুপ হবে না ।
সে যে মুক্তকেশীর (মন রে আমার) শক্ত বেড়া,
তার কাছেতে যম ঘেঁষে না ।।
অদ্য অব্দ-শতান্তে বা, বাজাপ্ত হবে জান না ।
আছে একতারে মন, এই বেলা তুই
চুটিয়ে ফসল কেটে নে না ।।
গুরু রোপণ করেছেন বীজ,
ভক্তিবারি তায় সেঁচো না ।
ওরে একা যদি, (মন রে আমার)
না পারিস মন, রামপ্রসাদকে ডেকে নে না ।।


সূত্র: