বিষয়: রামপ্রসাদের গান
গান: ৬১। 
কালী-কীর্তন
 

রে মন চড়কি চরক করো, এ ঘোর সংসারে ।
মহাযোগেন্দ্র কৌতুকে হাসে, না চিন তাঁহারে

ুগল স্বয়ম্ভূ শম্ভু যুবতির উরে ।
মন রে ওরে, কর-পঞ্চ বিল্বদলে পূজিছ তাঁহারে

রেতে যুবতীর বাক, গাজনে বাজিছে ঢাক ।
মন রে ওরে, বৃন্দাবলী খেমটা,
ঢালী বাজায় বারে বারে

াম উচ্চ ভারায় চড়ে,
ভাঙলে পাঁজর পাটে পড়ে ।
মন রে ওরে এমন যাতনা,
করেছ তুচ্ছ ধন্য রে তোমা রে

ীর্ঘ আশা চড়কগাছ, বেছে নিলে বাছের বাছ ।
মন রে ওরে, মায়াডোরে,
বড়শি-গাঁথা, স্নেহ বল যারে

্রসাদ বলে বার বার, অসারে জন্মিবে সার ।
মন রে ওরে শিঙে ফুঁকে
শিঙে পাবি ডাকো কেলে মারে

 


সূত্র: