বিষয়: রামপ্রসাদের গান
গান: ৬২। 
কালী-কীর্তন
 

ালীর নাম বড়ো মিঠা ।
সদা গান করো পান করো এটা

রে ধিক রে রসনা, তবু ইচ্ছা করে পায়সপিঠা
িরাকার সাকার, ককার সবাকার ভিটা ।
ওরে ভোগ-মোক্ষ-ধাম নাম,
ইহার পর আর আছে কীটা

ালী যার হৃদে জাগে, হৃদয়ে তার জাহ্নবীটা ।
সে যে কাল হলে মহাকাল হয়,
কালে দিয়ে হাততালিটা

্ঞানাগ্নি অন্তরে জ্বেলে, ধর্মাধর্ম করো ঘিটা
ুমি মন করো বিল্বদল, শ্রুব করো যত্ন যেটা
্রসাদ বলে হৃদিভূমির, বিরোধ মেনে গেল মিটা
আমার এ তনু দক্ষিণাকালীর,
দেবত্রয়ের দাগা চিঠা

 


সূত্র: