বিষয়: রামপ্রসাদের গান
গান: ৬৮। কালী-কীর্তন
পিলুবাহার - যৎওরে মন বলি, ভজো কালী,
ইচ্ছা হয় যেই আচারে ।
মুখে গুরুদত্ত মন্ত্র করো দিবানিশি জপো করে ॥
শয়নে প্রণাম জ্ঞানো, নিদ্রায় করো মাকে ধ্যান ।
ওরে নগর ফির মনে করো, প্রদক্ষিণ শ্যামা মারে ॥
যত শোন কর্ণপুটে, সকলই মায়ের মন্ত্র বটে ।
কালী পঞ্চাশৎ বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে ॥
কৌতুকে রামপ্রসাদ রটে, ব্রহ্মময়ী সর্বঘটে ।
ওরে, আহার কর, মনে করো,
আহুতি দেই শ্যামা মারে ॥
সূত্র: