বিষয়: রামপ্রসাদের গান
গান: ৭। 
কালী-কীর্তন
 

বলো মা আমি দাঁড়াই কোথা ।
আমার কেহ নাই শংকরী হেথা ।।
মার সোহাগে বাপের আদর, এ দৃষ্টান্ত যথাতথা ।
যে বাপ বিমাতাকে শিরে ধরে,
এমন বাপের ভরসা বৃথা ।।
তুমি না করিলে কৃপা, যাব কি বিমাতা যথা ?
যদি বিমাতা আমায় করেন কোলে,
দূরে যাবে মনের ব্যাথা ।।
প্রসাদ বলে এই কথা, বেদাগমে আছে গাঁথা-
ওমা যে জন তোমার নাম করে,
তার হাড়মালা আর ঝুলিকাঁথা ।।


সূত্র: