বিষয়: রামপ্রসাদের গান
গান: ৭২। 
কালী-কীর্তন
 

ড়াই করো কীসে গো মা ।
জানি তোমার আদি মূল, বড়াই করো কীসে

পনি খ্যাপা, পতি খ্যাপা, খ্যাপা সহবাসে ।
তোমার আদি মূল সকলই জানি,
দাতা কোন পুরুষে

াগিমিনসে ঝগড়া করে, রইতে নার বাসে ।
মা গো তোমার ভাতার ভিক্ষা করে,
ফিরে দেশে দেশে

্রসাদ বলে, মন্দ বলি, তোমার বাপের দোষে ।
মা গো, আমার বাপের নাম লইলে,
বিরাজে কৈলাসে

 


সূত্র: