বিষয়: রামপ্রসাদের গান
গান: ৭৯। কালী-কীর্তন
এবার আমি করব কৃষি ।
ওগো, এ ভবসংসারে আসি ।
তুমি কৃপাবিন্দু পাত করিয়ে, বসে দেখ রাজমহিষী
দেহ-জমিন জঙ্গল বেশি, সাধ্য কী মা সকল চষি ।
(মা গো), যৎকিঞ্চিৎ আবাদ হইলে,
আনন্দসাগরে ভাসি ॥
হৃদয়মধ্যেতে আছে, পাপরূপী তৃণরাশী ।
তুমি তীক্ষ্ণ কাটারিতে মুক্ত করো গো মা মুক্তকেশী
কাম আদি ছয়টা বলদ, বহিতে পারে অহর্নিশি ।
আমি গুরুদত্ত বীজ বুনিয়ে,
শস্য পাব রাশি রাশি ॥
প্রসাদ বলে চাষেবাসে, মিছে মন অভিলাষী ।
আমার মনের বাসনা তোমার,
ও রাঙা চরণে মিশি ॥
সূত্র: