বিষয়: রামপ্রসাদের গান
গান: ৮। কালী-কীর্তন
কেবল আসার আশা, ভবে আসা, আসা মাত্র হল ।
যেমন চিত্রের পদ্মেতে পড়ে, ভ্রমর ভুলে রল ॥
মা নিম খাওয়ালে , চিনি বলে, কথায় করে ছল ।
ওমা ! মিঠার লোভে,
তিত মুখে সারা দিনটা গেল ॥
মা খেলবি বলে, ফাঁকি দিয়ে নাবালে ভূতল ।
এবার যে খেলা খেলালে মাগো,
আশা না পুরিল ॥
রামপ্রসাদ বলে ভবের খেলায়,
যা হবার তাই হল ।
এখন সন্ধ্যাবেলায় কোলের ছেলে,
ঘরে নিয়ে চলো ॥
সূত্র: