বিষয়: রামপ্রসাদের গান
গান: ৮১। 
কালী-কীর্তন
 

ন তোমার এই ভ্রম গেল না ।
কালী কেমন তাই চেয়ে দেখলে না ।
ওরে ত্রিভুবন যে মায়ের মূর্তি,
জেনেও কি তাই জানো না

গৎকে সাজাচ্ছেন যে মা, দিয়ে কত রত্নসোনা ।
ওরে কোন লাজে সাজাতে চাস তাঁয়,
দিয়ে ছার ডাকের গহনা

গৎকে খাওয়াচ্ছেন যে মা, সুমধুর খাদ্য নানা
ওরে কোন লাজে খাওয়াতে চাস তাঁয়,
আলো চাল আর বুট ভিজানা

গৎকে পালিছেন যে মা,
সাদরে তাই কি জানো না ।
ওরে কেমনে দিতে চাস বলি,
মেষ মহিষ আর ছাগলছানা

 


সূত্র: