বিষয়: রামপ্রসাদের গান
গান: ৮৭। 
কালী-কীর্তন
পিলুবাহার - যৎ

ালীনাম জপ করো, যাবে কালীর কাছে ।
কালীভক্ত, জীবন্মুক্ত, যেভাবে যে আছে

্রীনাথ করুণাসিন্ধু, অকিঞ্চন দীনবন্ধু,
দেখালেন কালী-পাদপদ্ম-কল্প-গাছে ।
গৃহে মুক্তি মূর্তিমতী, রসনাগ্রে সরস্বতী,
শিব শিবা, রাত্রি দিবা, রক্ষা-হেতু আছে ।
যোগী ইচ্ছা করে যোগ,  গৃহের বাসনা ভোগ,
মার ইচ্ছা যোগ ভোগ, ভক্তজনে আছে ।
আনন্দে প্রসাদ কয়, কালীকিংকরের জয় ;
অণিমাদি আজ্ঞাকারী, পড়ে থাক পাছে

 


সূত্র: