বিষয়: রামপ্রসাদের গান
গান: ৯। 
কালী-কীর্তন
 

এবার আমি বুঝিব হরে ।
মায়ের ধরব চরণ লব জোরে
ভোলানাথের ভুল ধরেছি,
বলব এবার যারেতারে ।
সে যে পিতা হয়ে মায়ের চরণ
হৃদে ধরে কোন বিচারে ?
পিতাপুত্রে এক ক্ষেত্রে,
দেখামাত্রে বলব তারে ।
োলা মায়ের চরণ করে হরণ,
মিছে মরণ দেখায় কারে

ায়ের ধন সন্তানে পায়,
সে ধন নিলে কোন বিচারে ?
ভোলা আপন ভালো চায় যদি সে,
চরণ ছেড়ে দিক আমারে

িবের দোষ বলি যদি
বাজে আপন গা-র উপরে ।
রামপ্রসাদ বলে ভয় করিনে,
মার অভয়চরণের জোরে

 


সূত্র: