বিষয়: রামপ্রসাদের গান
গান: ৯৩। কালী-কীর্তন
ছি ছি মনভ্রমরা দিলি বাজি ।
কালী-পাদপদ্ম-সুধা ত্যজে
বিষয়বিষে হলি রাজি ॥
দশের মধ্যে তুমি শ্রেষ্ঠ,
লোকে তোমায় কয় রাজাজি ।
সদা নীচ সঙ্গে থাক তুমি, রাজা বট রীতি পাজি,
অহংকারমদে মত্ত, বেড়াও যেন কাজির তাজি ।
তুমি ঠেকবে যখন, শিখবে তখন,
করবে কালে পাপোসবাজি ॥
বাল্য যুবা বৃদ্ধ দশা, ক্রমে ক্রমে হয় গতাজি ।
পড়ে চোরের কোটায়, মন টুটায়,
যে ভজে সে মত্ত গাঁজি ॥
কুতূহলে প্রসাদ বলে, জরা এলে আসবে হাজি ।
যখন দণ্ডপাণি লবে টানি কী করিবে ও বাবাজি ॥
সূত্র: