বিষয়: রামপ্রসাদের গান
গান: ৯৪। কালী-কীর্তন
ভাব কী ! ভেবে পরান গেল ।
যার নামে হরে কাল, পদে মহাকাল,
তার কেন কালো রূপ হল ॥
কালো বড়ো অনেক আছে
এ বড়ো আশ্চর্য কালো ।
যাকে হৃদয়মাঝে রাখিলে পরে,
হৃদয়পদ্ম করে আলো ॥
রুপে কালি নামে কালী,
কাল হইতে অধিক কালো ॥
ওরুপ যে দেখেছে সেই মজেছে,
অন্যরূপ লাগেনা ভালো ॥
প্রসাদ বলে কুতূহলে,
এমন মেয়ে কোথায় ছিল ।
না দেখে নাম শুনে কানে,
মন গিয়া তায় লিপ্ত হল ॥
সূত্র: