বিষয়: রামপ্রসাদের গান
গান: ৯৫। 
কালী-কীর্তন
ইমন - একতালা

াজ কী আমার কাশী ।
যাঁর কৃত কাশী, তদুরসি বিগলিতকেশী

েই জগদম্বার কুণ্ডল, পড়েছিল খসি ।
সেই হতে মণিকর্ণি বলে তারে ঘোষি

সি বরুণার মধ্যে তীর্থ বারাণসী ।
মায়ের করুণা বরুণা ধারা, অসিধারা অসি

াশীতে মরিলে শিব দেন তত্ত্বমসি ।
ওরে তত্ত্বমসির উপরে সেই মহেশমহিষী

ামপ্রসাদ বলে কাশী যাওয়া ভালো তো না বাসি ।
ওই যে গলাতে বেঁধেছ আমার
কালী নামের ফাঁসি

 


সূত্র: