বাঙালির গান

একটি গীতিসঙ্কলন। এর সম্পাদনা করেছিলেন দুর্গাদাস লাহিড়ি। গ্রন্থটি  প্রকাশিত হয়েছিল ১৯০৫ খ্রিষ্টাব্দ (১৩১২ বঙ্গাব্দ) এই গ্রন্থে মোট ২২৭ জন গীতিকারের ৫৬৬৩টি গান সঙ্কলিত হয়েছিল।  এর ভিতরে রবীন্দ্রনাথের গান রয়েছে-২৮১টি। নিচে গানগুলির তালিকা তুলে ধরা হলো।

  1. অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া [প্রেম ও প্রকৃতি-৪৪] [তথ্য]
  2. অনিমেষ আঁখি সেই কে দেখেছে [পূজা-৫০৬] [তথ্য]
  3. আমার বিচার তুমি করো তব আপন করে [পূজা-১১২] [তথ্য]
  4. আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও [পূজা-১২৩] [তথ্য]
  5. আমি কেবলই স্বপন [বিচিত্র ৬৮] [তথ্য]
  6. কো তুঁহু বোলবি মোয়![ভানুসিংহঠাকুরের পদাবলী-২০] [তথ্য]
  7. জ্বল্ জ্বল্ চিতা দ্বিগুণ দ্বিগুণ [নাট্যগীতি-১] [জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গানের তালিকায় যুক্ত হয়েছে] [তথ্য]
  8. তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার [পূজা-৬৯] [তথ্য]
  9. তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী [পূজা-১১৩] [তথ্য]
  10. বরিষ ধরা-মাঝে শান্তির বারি [পূজা-১২৬] [তথ্য]
  11. যদি এ আমার হৃদয়দুয়ার [পূজা-১০২] [তথ্য]
  12. সজনি সজনি রাধিকা লো [ভানুসিংহঠাকুরের পদাবলী-৫] [তথ্য]
  13. শুন লো শুন লো বালিকা [ভানুসিংহঠাকুরের পদাবলী-২] [তথ্য]