রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত গ্রন্থাবলী
ও পত্রিকা
|
রবীন্দ্র্রনাথের রচিত নাটক বিশেষ। ১৩২৯ বঙ্গাব্দের (১৯২৩ খ্রিষ্টাব্দ) ফাল্গুন মাসের ১০ তারিখে এই নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। গ্রন্থটি রবীন্দ্র্রনাথ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। ১৩৩৩ বঙ্গাব্দে এই গ্রন্থটি ঋতু-উৎসব নাট্য-সংকলনে গৃহীত হয়েছিল। বর্তমানে বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্র্ররচনাবলী'র পঞ্চদশ খণ্ডে স্থান পেয়েছে। এই গ্রন্থের সকল গানের স্বরলিপি স্বরবিতান-৬ (বসন্ত) এ মুদ্রিত আছে। এই গ্রন্থে মোট ২৪টি গান রয়েছে। নিচে এই গানগুলোর তালিকা দেওয়া হলো। |
|
১. বসন্তের পরিচরগণ :
সব দিবি কে, সব
দিবি পায়
[প্রকৃতি-২১৩] [তথ্য] ৩। আম্রকুঞ্জ: ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে ৪। করবী : যদি তারে নাই চিনি গো ৫। বেণুবন : দখিন হাওয়া, জাগো জাগো ৬। দীপশিখা : ধীরে ধীরে ধীরে বও, ওগো উতল হাওয়া ৭। ঋতুরাজের পরিচরবর্গ : সহসা ডালপালা তোর উতলা-যে ৮। মাধবী : সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া ৯। শালবীথি : ভাঙল হাসির বাঁধ ১০। বকুল : ও আমার চাঁদের আলো
১১। নদী : কে দেবে চাঁদ
তোমায় দোলা ১৩. কবি : গানগুলি মোর শৈবালেরই দল [প্রেম-৫] [তথ্য] ১৪। মাধবী মালতী : তোমার বাস কোথা-যে, পথিক ওগো ১৫। বনপথ : আজ দখিন-বাতাসে [প্রকৃতি-২২৬] [তথ্য] ১৬। ঋতুরাজ : ##*এখন আমার সময় হলো (তথ্য)এখন আমার সময় হলো (তথ্য) ১৭। মাধবী : বিদায় যখন চাইবে তুমি [প্রকৃতি-২২৭] [তথ্য] ১৮। ঋতুরাজ : এ বেলা ডাক পড়েছে কোন্খানে ১৯। ঝুমকোলতা : না, যেয়ো না, যেয়ো নাকো ২০। আকন্দ : এবার বিদায়বেলার সুর ধরো ধরো ২১। ধুতুরা : আজ খেলা ভাঙার খেলা [প্রকৃতি-২৩১] [তথ্য] ২২। জবা : ভয় করব না বিদায়বেদনারে ২৩। সকলে : ##*ওরে পথিক, ওরে প্রেমিক (তথ্য)ওরে পথিক, ওরে প্রেমিক (তথ্য)
|