ব্রহ্মসঙ্গীত স্বরলিপি (১-৬ খণ্ড)
ব্রহ্মসঙ্গীতের স্বরলিপি সংকলন।

  বাংলা ১৩১১ অব্দ থেকে ১৩১৮ অব্দের ভিতরে কাঙ্গালীচরণ সেন মোট ৩৫১টি গানের স্বরলিপি তৈরি করেন। ১৩১১ বঙ্গাব্দ থেকে ১৩১৮ বঙ্গাব্দের ভিতরে এই স্বরলিপিগুলো ৬ খণ্ডে প্রকাশিত হয়। এই সংকলনে রবীন্দ্রনাথের মোট ১৯৬টি গান অন্তর্ভুক্ত হয়েছিল। এই গানগুলো পরে স্বরবিতান-এর ৪, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ এবং ২৭ খণ্ডে অন্তর্ভুক্ত হয়।   ১৩৫৮ সাধারণ ব্রাহ্মসমাজ থেকে 'ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি' একটি সংকলন প্রকাশিত হয়েছিল ৯ খণ্ডে।

এই  'ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি' গ্রন্থের সম্পাদনা করেছিলেন রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই গ্রন্থমালায় কাঙ্গালীচরণ সেন-কৃত 'ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি'র অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথের রচিত সব গানই গ্রহণ করা হয়েছে। নিচে কাঙ্গালীচরণ সেন-কৃত 'ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি' গ্রন্থামালায় গৃহীত ১৯৬টি গানের তালিকা খণ্ডানুক্রমে তুলে ধরা হলো।

প্রথম খণ্ড (১ মাঘ ১৩১১)।
গান সংখ্যা : ৫৬
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গীকৃত  

১. অনেক দিয়েছ নাথ পূজা-৪০৭] [তথ্য]
২. অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ [পূজা-১১৪] [তথ্য]
৩. অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় [পূজা-৫৯৫] [তথ্য]
৪. আজি প্রণমি তোমারে চলিব, নাথ [পূজা-৪৯৫] [তথ্য]
৫. আজি মম মন চাহে জীবনবন্ধুরে [পূজা-১৭২] [তথ্য]
৬. আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি [পূজা-২৪০] [তথ্য]
৭. আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার [পূজা-৪৮৫] [তথ্য]
৮. আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ [পূজা-৪৭৬] [তথ্য]
৯. আমারে করো জীবনদান [পূজা ও প্রার্থনা ৫৯] [তথ্য]
১০. এ ভারতে রাখো নিত্য, প্রভু [স্বদেশ-৩৫] [তথ্য]
১১.একি করুণা করুণাময় [পূজা-৪৬১] [তথ্য]
১২. এসো হে  গৃহদেবতা। [আনুষ্ঠানিক-১৪] [তথ্য]
১৩. ওহে, জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ [পূজা-৪৮০, পূজা ও প্রার্থনা -৬৯] [তথ্য]
১৪. কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে [পূজা-৩০৪] [তথ্য]
১৫. কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে [পূজা-৪৪৫] [তথ্য]
১৬. গভীর রজনী নামিল হৃদয়ে [পূজা-২৫৬] [তথ্য]
১৭. ঘাটে বসে আছি আনমনা [পূজা-১৭৪] [তথ্য]
১৮. চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না [পূজা-৪১৩] [তথ্য]
১৯. জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী [পূজা-২৯৯] [তথ্য]
২০. ডাকো মোরে আজি এ নিশীথে [পূজা-২৮১] [তথ্য]
২১ তুমি ধন্য ধন্য হে [পূজা-৪৭৪] [তথ্য]
২২. তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। [পূজা-৬৯] [তথ্য]
২৩. তোমায় যতনে রাখিব হে [পূজা ও প্রার্থনা-৩৩] [তথ্য]
২৪. তোমার অসীমে প্রাণমন লয়ে [পূজা-৫৯৬] [তথ্য]
২৫. তোমার কথা হেথা কেহ তো বলে না [পূজা-৩৯৫] [তথ্য]
২৬. তোমার পতাকা যারে দাও [পূজা-২৩১] [তথ্য]
২৭.তোমারি গেহে পালিছ স্নেহে।[পূজা-৫০০] [তথ্]
২৮. তোমারি রাগিণী জীবনকুঞ্জে [পূজা-১০৩] [তথ্য]
২৯. দুখের কথা তোমায় বলিব না [পূজা ও প্রার্থনা-৩৫] [তথ্য]
৩০. দুয়ারে দাও মোরে রাখিয়া [পূজা-১১৭] [তথ্য]
৩১. নয়ন তোমারে পায় না দেখিতে [পূজা-৪৮৭, পূজা ও প্রার্থনা-৬৭] [তথ্য]
৩২ নিবিড় ঘন আঁধারে  জ্বলিছে ধ্রুবতারা [পূজা-১৭৬] [তথ্য]
৩৩. নূতন প্রাণ দাও, প্রাণসখা, আজি সুপ্রভাতে  [পূজা-২৮৬] [তথ্য]
৩৪. পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ [পূজা-২৭৯] [তথ্য]
৩৫. বল দাও মোরে বল দাও [পূজা১১০] [তথ্য]
৩৬. বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত সুমধুর[পূজা-২৭৭] [তথ্য]
৩৭. ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন [পূজা-৪৬৮] [তথ্য]
৩৮. মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ [পূজা-৫৪৪] [তথ্য]
৩৯. মনোমোহন, গহন যামিনীশেষে [পূজা-২৭৮] [তথ্য]
৪০. মন্দিরে মম কে আসিলে হে [পূজা-৪৬০] [তথ্য]
৪১. মহানন্দে হেরো গো সবে গীতরবে চলে শ্রান্তিহারা [পূজা ও প্রার্থনা-৬১] [তথ্য]
৪২. মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে [পূজা-৩৩৭, পূজা ও প্রার্থনা-৫৬] [তথ্য]
৪৩.মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে [পূজা-৩৬৮] [তথ]
৪৪. যদি এ আমার হৃদয়দুয়ার[পূজা-১০২] [তথ্য]  
৪৬. যাদের চাহিয়া তোমারে ভুলেছি [পূজা-৪০৩] [তথ্য]
৪৭. শান্ত হ রে মম চিত্ত নিরাকুল [পূজা-২৬৩] [তথ্য]
৪৮. শান্তি করো বরিষন নীরব ধারে [পূজা-৪১০] [তথ্য]
৪৯. শূন্য হাতে ফিরি, হে[পূজা--৪০০] [তথ্য]
৫০. শ্রান্ত কেন ওহে পান্থ [পূজা-৪৫৭] [তথ্য]
৫১. সংসার যবে মন কেড়ে লয় [পূজা-৪৭৯] তথ্য]
৫২. সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে [পূজা-১০৭] [তথ্য]
৫৩. সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে[পূজা-৩২৩] [তথ্য]
৫৪. সফল করো হে প্রভু আজি সভা [পূজা-৩০৫] [তথ্য]
৫৫. সুধাসাগরতীরে হে, তীরে [আনুষ্ঠানিক-২] [তথ্য]
৫৬. হে সখা, মম হৃদয়ে রহো [পূজা-৪১১] [তথ্য]
দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২)
গান সংখ্যা : ৩৩ তৃতীয় ভাগ (মকর সংক্রান্তি ১৩১৩)
গান সংখ্যা : ১৭
দ্বিপেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গীকৃত। চতুর্থ ভাগ (১ বৈশাখ ১৩১৫)
গান সংখ্যা : ২২
  • ১. আঁখিজল মুছাইলে জননী [পূজা-৪৯৯] [তথ্য]
  • ২. আজি বহিছে বসন্তপবন সুমন্দ [পূজা-৩০৮] [তথ্য]
  • ৩. আজি হেরি সংসার অমৃতময় [পূজা-৫৪০] [তথ্য]
  • ৪. আমরা মিলেছি আজ মায়ের ডাকে [স্বদেশ-৯] [তথ্য]
  • ৫. আমার মাথা নত করে দাও হে [পূজা-৪৯২] [তথ্য]
  • ৬. আমি জেনে শুনে তবু ভুলে বসে আছি।[পূজা-৪০৪] [পূজা ও প্রার্থনা-৬৩] [তথ্য]
  • ৭. ওই পোহাইল তিমিররাতি [পূজা-৩০৭] [তথ্য]
  • ৮. কে যায় অমৃতধামযাত্রী [পূজা-২৫২] [তথ্য]
  • ৯. জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে [পূজা-৩৭০] [তথ্য]
  • ১০. ডাকিছ শুনি জাগিনু প্রভু [পূজা-১৭০] [তথ্য]
  • ১১. নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে [পূজা-৩২৭] [তথ্য]
  • ১২. নব নব পল্লবরাজি। [প্রকৃতি-২৮০] [তথ্য]
  • ১২. নিত্য নব সত্য তব শুভ্র আলোকময় [পূজা-৩৯০] [তথ্য]
  • ১৩. নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে [প্রকৃতি-২৭৯] [তথ্য]
  • ১৪. পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে  ভুলে যাও [পূজা ও প্রার্থনা-৩২] [তথ্য]
  • ১৫. পেয়েছি সন্ধান তব অন্তর্যামী [পূজা-৪৬২] [তথ্য]
  • ১৬. প্রতিদিন আমি, হে জীবনস্বামী [পূজা-১৭৯] [তথ্য]
  • ১৭. ভুবনেশ্বর হে, মোচন কর’ বন্ধন সব মোচন কর’ হে [পূজা-১২২] [তথ্য]
  • ১৮. মোরে বারে বারে ফিরালে [পূজা-৪৩০] [তথ্য]
  • ১৯. বাণী তব ধায় অনন্ত গগনে লোকে লোকে [পূজা-৪৬৯] [তথ্য]
  • ২০. সবে আনন্দ করো [পূজা-২৮৪] [তথ্য]
  • ২১. সবে মিলি গাও রে [পূজা ও প্রার্থনা-৪৬] [তথ্য]
  • ২২. হে মন, তাঁরে দেখো [পূজা ও প্রার্থনা-৫২] [তথ্য]
পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬) গান সংখ্যা : ২৭
  • ১. অন্তর মম বিকশিত করো অন্তরতর হে [পূজা-১১১] [তথ্য]
  • ২. অমল কমল সহজে জলের কোলে [পূজা-৩২৫] [তথ্য]
  • ৩. আজ বুকের বসন ছিঁড়ে ফেলে [প্রকৃতি ও প্রেম-৬২] [তথ্য]
  • ৪. আজি মম জীবনে নামিছে ধীরে [পূজা-৫০৮] [তথ্য]
  • ৫. আমি কেমন করিয়া জানাব [পূজা-৬৭] [তথ্য]
  • ৬. আমি বহু বাসনায় প্রাণপণে চাই [পূজা-২২৫] [তথ্য]
  • ৭. ওঠো ওঠো রে- বিফলে প্রভাত বহে যায় যে [পূজা-২৮৯] [তথ্য]
  • ৮. কামনা করি একান্তে [পূজা-৪১৭] [তথ্য]
  • ৯. কে রে ওই ডাকিছে [পূজা-৪৫৯] [তথ্য]
  • ১০. কোথায় তুমি, আমি কোথায় [পূজা-৫১৪] [তথ্য]
  • ১১. চরণধ্বনি শুনি তব, নাথ [পূজা-৩৯৯] [তথ্য]
  • ১২. তারো তারো, হরি, দীনজনে [পূজা ও প্রার্থনা-৪২] [তথ্য]
  • ১৩. তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী [পূজা-১১৩] [তথ্য]
  • ১৪. দুখ দূর করিলে [পূজা ও প্রার্থনা-২৭] [তথ্য]
  • ১৫. দুখের বেশে এসেছ ব'লে [পূজা-২৩০] [তথ্য]
  • ১৬. নিকটে দেখিব তোমারে করেছি বাসনা মন [পূজা-৪৩২] [তথ্য]
  • ১৭. নিশিদিন চাহো রে তাঁর পানে [পূজা-২৮৮] [তথ্য]
  • ১৮. প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন [পূজা-২২৬] [তথ্য]
  • ১৯. বসে আছি হে  কবে শুনিব তোমার বাণী [পূজা-১৬৯] [তথ্য]
  • ২০. বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা [পূজা-২২৭] [তথ্য]
  • ২১.বিপুল তরঙ্গ রে,বিপুল তরঙ্গ রে [পূজা-৩২২] [তথ্য]
  • ২২. বীণা বাজাও হে মম অন্তরে [পূজা-৪০৯] [তথ্য]
  • ২৩. মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে [পূজা-৫০৭] [তথ্য]
  • ২৪. মাঝে মাঝে তব দেখা পাই। [পূজা-৩৯৪, পূজা ও প্রার্থনা-৬৮] [তথ্য]
  • ২৫. যারা কাছে আছে তারা কাছে থাক্ [পূজা-৩৬৯] [তথ্য]
  • ২৬. সংসারে কোনো ভয় নাহি নাহি [পূজা-৪৫৫] [তথ্য]
  • ২৭. হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে [পূজা-৪০১] [তথ্য]
ষষ্ঠ ভাগ (১ জ্যৈষ্ঠ ১৩১৮) গান সংখ্যা : ৩৮
  • ১. অনিমেষ আঁখি সেই কে দেখেছে [পূজা-৫০৬] [তথ্য]
  • ২. অন্তরে জাগিছ অন্তরযামী। [পূজা-২৪৯] [তথ্য]
  • ৩. অসীম আকাশে অগণ্য কিরণ [পূজা-৩৯৮] [তথ্য]
  • ৪. আজ নাহি নাহি নিদ্রা আঁখিপাত [পূজা-৪২৫] [তথ্য]
  • ৫. আজ বুঝি আইল প্রিয়তম [পূজা ও প্রার্থনা-৫১] [তথ্য]
  • ৬. আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশ [পূজা-৩২০] [তথ্য]
  • ৭. আজি রাজ-আসনে তোমারে বসাইব [পূজা ও প্রার্থনা-৫৪] [তথ্য]
  • ৮. আমার এ ঘরে আপনার করে [পূজা-১০৬] [তথ্য]
  • ৯. আমার বিচার তুমি করো তব আপন করে [পূজা-১১২] [তথ্য]
  • ১০. ইচ্ছা যবে হবে লইয়ো পারে [পূজা-৪৪৮] [তথ্য]
  • ১১. একমনে তোর একতারাতে একটি যে তার [পূজা-২৫৫] [তথ্য]
  • ১২. এত আনন্দধ্বনি উঠিল কোথায় [পূজা-৩২৯] [তথ্য]
  • ১৩. এসেছে সকলে কত আশে [পূজা-৩০২] [তথ্য]
  • ১৪. কত অজানারে জানাইলে তুমি [পূজা-৩৬৬] [তথ্য]
  • ১৫. কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা [পূজা-৪৮৪] [তথ্য]
  • ১৬. কেন জাগে না, জাগে না অবশ পরান [পূজা-৪০২] [তথ্য]
  • ১৭. কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে [পূজা-৫০৯] [তথ্য]
  • ১৮. কোথা হতে বাজে প্রেমবেদনা রে  [পূজা-৪৩১] [তথ্য]
  • ১৯. কোন্‌ শুভখনে উদিবে নয়নে[পূজা-১৪৫] [তথ্য]
  • ২০. জীবনে আমার যত আনন্দে পেয়েছি দিবস-রাত[পূজা-৪৯৮] [তথ্য]
  • ২১. ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে [পূজা ও প্রার্থনা-৩০] [তথ্য]
  • ২২. তব অমল পরশরস, তব শীতল শান্ত [পূজা-৪০৮] [তথ্য]
  • ২৩. তব প্রেম সুধারসে মেতেছি  [পূজা ও প্রার্থনা-৪৩] [তথ্য]
  • ২৪. তুমি জাগিছ কে [পূজা-৪৬৬] [তথ্য]
  • ২৫. তুমি নব নব রূপে এসো প্রাণ [পূজা-১৬৭ [তথ্য]
  • ২৬. তুমি যত ভার দিয়েছ সে ভার [পূজা-১০০] [তথ্য]
  • ২৭. তোমার দেখা পাব ব'লে এসেছি-যে সখা [পূজা-৪৩৩] [তথ্য
  • ২৮. পাদপ্রান্তে রাখ সেবকে [পূজা-১২৫] [তথ্য]
  • ২৯. প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে[পূজা-৩১৬] [তথ্য]
  • ৩০. বরিষ ধরা-মাঝে শান্তির বারি [পূজা-১২৬] [তথ্য]
  • ৩১. বর্ষ ওই গেল চলে [পূজা ও প্রার্থনা-১১] [তথ্য]
  • ৩২. বাজে বাজে রম্যবীণা বাজে [পূজা-৩২১] [তথ্য]
  • ৩৩. শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে [পূজা-২৮৭] [তথ্য]
  • ৩৪. সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে [পূজা-৩৬৭] [তথ্য]
  • ৩৫.স্বরূপ তাঁর কে জানে [পূজা ও প্রার্থনা-৪৭] [তথ্য]
  • ৩৬. স্বামী, তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝ [পূজা-৪১৪] [তথ্য]
  • ৩৭. হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে [পূজা-২৮২] [তথ্য]
  • ৩৮. হে মহাপ্রবল বলী [পূজা-৪৭২] [তথ্য]