চণ্ডালিকা
রবীন্দ্রনাথের রচিত গদ্য ও নৃত্যনাট্য। রাজেন্দ্রলাল মিত্র কর্তৃক সম্পাদিত নেপালী বৌদ্ধ সাহিত্যে শার্দ্দূলকর্ণাবদানের যে সংক্ষিপ্ত বিবরণ ছিল, সেই বিবরণের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ 'চণ্ডালিকা' নামক একটি গদ্যনাট্য রচনা করেন। এই গদ্য নাট্যটির প্রথম সংস্করণ 'বিশ্বভারতী গ্রন্থালয়'-এর তত্ত্বাবধানে, শান্তিনিকেতন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল ১৩৪০ বঙ্গাব্দের ভাদ্র মাসে।
চণ্ডালিকা। গদ্যনাট্য প্রথম সংস্করণ
চণ্ডালিকা। নৃত্যনাট্য। প্রথম সংস্করণ