ফাল্গুনী
রবীন্দ্রনাথের রচিত নাটক। স্বরবিতান সপ্তম খণ্ডও এই নামে পরিচিত

রবীন্দ্রানাথ বিশ্রামের জন্য ১৩২১ বঙ্গাব্দের ১২ই ফাল্গুন শান্তিনিকতেন থেকে সুরুলে যান। সেখানে তিনি ২৩ ফাল্গুন পর্যন্ত ছিলেন। ইতিপূর্বে শান্তিনিকেতনের আশ্রমবাসীরা বসন্তউৎসবের উপযোগী একটি ছোট নাটক রচনার জন্য তাঁকে বার বার অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ রক্ষার্থে থেকে তিনি 'ফাল্গুনী' নাটকটি লেখার উদ্যোগ নেন। গীতালি-বলাকার Ms131 পাণ্ডুলিপিতে তিনি মোট ৩৫টি গান রচনা করেছিলেন। তবে এই গানগুলোর সবগুলো ফাল্গুনী নাটকে ব্যবহৃত হয় নি। Ms 131 পাণ্ডুলিপিতে নাটকের সংলাপ অংশ নেই। এর সংলাপ অংশ লেখা হয়েছিল  Ms121 এবং Ms 361 পাণ্ডুলিপিতে।

Ms131 পাণ্ডুলিপি থেকে জানা যায়, ফাল্গুনীর ১৫টি গানগুলো তিনি লিখেছিলেন সুরুলে। এই গানগুলো হলো-

  1. ১২ ফাল্গুন। রাত্রি [বুধবার ২৪ ফেব্রুয়ারি]ওগো দখিন হাওয়া [প্রকৃতি-২০৪] [তথ্য]
  2. ১২ ফাল্গুন। রাত্রি [বুধবার ২৪ ফেব্রুয়ারি] ছাড়্ গো তোরা ছাড়্ গো [প্রকৃতি-১৮০] [তথ্য]
  3. ১৩ ফাল্গুন। প্রভাত [বৃস্পতিবার ২৫ ফেব্রুয়ারি] আমরা নূতন প্রাণের চর, হা হা [প্রকৃতি-১৮১] [তথ্য]
  4. ১৩ ফাল্গুন। [বৃস্পতিবার ২৫ ফেব্রুয়ারি] ওর ভাব দেখে যে পায় হাসি [বিচিত্র ১২৫] [তথ্য]
  5. ১৩ ফাল্গুন। [বৃস্পতিবার ২৫ ফেব্রুয়ারি] এই কথাটাই ছিলেম ভুলে [প্রকৃতি-২৭৬] [তথ্য]
  6. ১৩ ফাল্গুন। [বৃস্পতিবার ২৫ ফেব্রুয়ারি] আমরা খুঁজি খেলার সাথি [বিচিত্র-১২৬] [তথ্য]
  7. ১৩ ফাল্গুন। [বৃস্পতিবার ২৫ ফেব্রুয়ারি] এবার তো যৌবনের কাছে [প্রকৃতি-২৭৭] [তথ্য]
  8. ১৩ ফাল্গুন। [বৃস্পতিবার ২৫ ফেব্রুয়ারি] ওরে আয় রে তবে, মাত্ রে সবে [প্রকৃতি-২১০] [তথ্য]
  9. ১৩ ফাল্গুন। রাত্রি [বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি] বিদায় নিয়ে গিয়েছিলেম [প্রকৃতি-২৭৫] [তথ্য]
  10. ১৩ ফাল্গুন। রাত্রি [বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি] আকাশ আমায় ভরল আলোয় [প্রকৃতি] [তথ্য]
  11. ১৪ ফাল্গুন। প্রভাত [শুক্রবার ২৬ ফেব্রুয়ারি] আর নাই যে দেরি [প্রকৃতি-১৮২] [তথ্য]
  12. ১৪ ফাল্গুন। রাত্রি [শুক্রবার ২৬ ফেব্রুয়ারি] এতদিন যে বসেছিলেম [প্রকৃতি ২০৮] [তথ্য]
  13. ২০ ফাল্গুন। রাত্রি [শনি ৪ মার্চ] তোমায় নতুন করে পাব ব'লে। [পূজা-৪৫] [তথ্য]
  14. ২১ ফাল্গুন। প্রাতে [বৃহস্পতিবার ৫ মার্চ] চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে [পূজা-২৫৩] [তথ্য]
২৩শে ফাল্গুন তিনি সুরুল থেকে রেলগাড়িতে কলকাতার পথে রওনা দেন। রেলাগাড়িতে তিনি ফাল্গুনীর জন্য আরও দুটি গান রচনা করেন। গান দুটি হলো-
  1. ২৩ ফাল্গুন। রেলপথে [রবিবার ৭ মার্চ] ওগো নদী আপন বেগে পাগল-পারা [বিচিত্র-৮০] [তথ্য]
  2. ২৩ ফাল্গুন। রেলপথে [রবিবার ৭ মার্চ]  চলি গো, চলি গো, যাই গো চলে [পূজা-৫৭৬] [তথ্য]

প্রমথ চৌধুরী সম্পাদিতর 'সবুজপত্র' পত্রিকার 'চৈত্র ১৩২১ বঙ্গাব্দ' সংখ্যায় ফাল্গুনী নাটকটি মুদ্রিত হয়েছিল। এর প্রথমাংশে ছিল 'বসন্তের পালা'  ভূমিকার পরে, বসন্তের পালাতে মোট ১২টি গান ১, ২ ও ৩ বিভাগীয় শিরোনামে পরপর মুদ্রিত হয়েছিল। এই গানগুলো সম্পর্কে রবীন্দ্রনাথ ভূমিকাতে লিখেছলেন-

'আর কয়েক পৃষ্ঠা পরে পাঠক 'ফাল্গুনী' বলিয়া একটা নাটকের ব্যাপার দেখিতে পাইবেন। এই বসন্তের পালার গানগুলি তম্বুরার মত তাহারি মূল সুর কয়টি ধরাইয়া দিতেছে। অতএব এগুলি কানে করিয়া লইলে খেয়াল-নাটকের চেহারটা ধরিবার সুবিধা হইতে পারে।'

পত্রিকায় মুদ্রিত 'বসন্তের পালা' পৃষ্ঠাঙ্কের পরিবর্তে বর্ণ ব্যবহার করা হয়েছিল। নিচে গানগুলোর ১, ২ ও ৩ বিভাগীয় শিরোনামানুসারে সূচি দেওয়া হলো।

 

পত্রসূচি:

ভূমিকা: অ
     ১

     ২

     ৩

বসন্তের পালার পরে, শুরু হয়েছে মূল 'ফাল্গুনী'। শুরুতেই ছিল ফাল্গুনী পরিচিতি-জ্ঞাপক ভূমিকা। এরপর হয়েছে 'সূত্রপাত'। নাটকটি মোট চারটি দৃশ্যে নিয়ে গঠিত। নিচে এই দৃশ্যানুসারে  অন্তর্ভুক্ত গানের তালিকা দেওয়া হলো।



সূত্রপাত

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে [গান] [তথ্য] [নমুনা]
মোদের যেমন খেলা তেমনি যে কাজ [বিচিত্র-১২৭] [তথ্য] [নমুনা  প্রথমাংশ, শেষাংশ]
আমাদের পাকবে না চুল গো [বিচিত্র-১১৬] [তথ্য] [নমুনা]
আমাদের ভয় কাহারে [বিচিত্র-১১৫] [তথ্য] [নমুনা]

২.
সন্ধান
আমাদের খেপিয়ে বেড়ায় যে [পূজা-৫৭৫] [তথ্য] [নমুনা  প্রথমাংশ, শেষাংশ]
চলি গো, চলি গো, যাই গো চলে [পূজা-৫৭৬] [তথ্য] [নমুনা  প্রথমাংশ, শেষাংশ]
ভালো মানুষ নই রে মোরা [বিচিত্র-১১৪] [তথ্য]  [নমুনা]


সন্দেহ
মোরা চলব না [নাট্যগীতি-৯৫] [তথ্য]
[নমুনা]
ধীরে বন্ধু, ধীরে ধীরে [পূজা-৪৬] [তথ্য] [নমুনা]


সমাপ্তি
তুই ফেলে এসেছিস কারে [প্রেম-৩০৭] [তথ্য[নমুনা]
আমি যাব না গো অমনি চলে [প্রেম-১১৩] [তথ্য[নমুনা]
সবাই যারে সব দিতেছে [পূজা-৪৮১] [তথ্য] [নমুনা  প্রথমাংশ, শেষাংশ]
বসন্তে ফুল গাঁথল [প্রকৃতি-২০৯] [তথ্য] [নমুনা  প্রথমাংশ, শেষাংশ]
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে [পূজা-২৫৩] [তথ্য [নমুনা  প্রথমাংশ, শেষাংশ]
হবে জয়, হবে জয়, হবে জয় রে [পূজা-৩৭৪] [তথ্য]
[নমুনা  প্রথমাংশ, শেষাংশ]

 

১৩২২ বঙ্গাব্দের (১৯১৬ খ্রিষ্টাব্দ) ফাল্গুন মাসে এই নাটকটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল। গ্রন্থটির আখ্যাপত্র থেকে জানা যায় যে,- প্রকাশক ছিল ইন্ডিয়ান প্রেস, এলাহাবাদ। মূল্য ছিল বার আনা।
        [প্রথম সংস্করণের অন্তর্ভুক্ত গানের তালিকা]