গান 
 
রবীন্দ্রনাথের রচিত গানের সঙ্কলন বিশেষ। ১৯০৮ থেকে ১৯২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত এর ৪টি 
সংস্করণ প্রকাশিত হয়েছিল। এই সংস্করণগুলো হলো।
	- 
	গান খ্রিষ্টাব্দ
 ২০ সেপ্টেম্বর ১৯০৮ খ্রিষ্টাব্দ, (৪ আশ্বিন ১৩১৫ বঙ্গাব্দ) তারিখে এই গ্রন্থটি প্রকাশিত হয় সিটি বুক সোসাইটি, 
	কলকাতা থেকে। 
    প্রকাশক ছিলেন যোগেন্দ্রনাথ সরকার। এই গ্রন্থটি মোট সাতটি ভাগে বিভাজিত ছিল। 
    ভাগগুলি হলো- বিবিধ সঙ্গীত, মায়ার খেলা, বাল্মীকি প্রতিভা, জাতীয় সঙ্গীত, বাউল, 
    ব্রহ্মসঙ্গীত, অনুষ্ঠান।
		
	 
- 
	গান ১৯০৯ খ্রিষ্টাব্দ
 ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ 
    বঙ্গাব্দ) এই গ্রন্থটি প্রকাশিত হয় ইন্ডিয়ান প্রেস এলাহাবাদ ও ইন্ডিয়ান পাবলিশিং 
    হাউস কলকাতা থেকে। প্রকাশক ছিলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই গ্রন্থটি ৬টি 
    ভাগে বিভাজিত ছিল। এই ভাগগুলি হলো- বাল্মীকি প্রতিভা, 
	মায়ার খেলা, বিবিধ সঙ্গীত, 
    জাতীয় সঙ্গীত, ব্রহ্ম
	সঙ্গীত, অনুষ্ঠান সঙ্গীত, গান ও নূতন গান।
 
 বাল্মীকি প্রতিভা ও মায়ার খেলা ছাড়া বাকি গানগুলোর তালিকা দেখুন:
 গান ১৯০৯
 
	গান ১৯১৪ খ্রিষ্টাব্দ
২৩ সেপ্টেম্বর ১৯১৪ খ্রিষ্টাব্দে [৬ আশ্বিন ১৩২১] এই গ্রন্থটি প্রকাশিত হয় 
    ইন্ডিয়ান প্রেস এলাহাবাদ ও ইন্ডিয়ান পাবলিশিং হাউস কলকাতা থেকে। প্রকাশক ছিলেন 
    প্রিয়নাথ দাশগুপ্ত। এই গ্রন্থটি ২টি ভাগে বিভাজিত ছিল। এই ভাগগুলি হলো- গান ও
	
	
	ধর্ম্মসঙ্গীত
	। 
 
	
	
	গান ১৯২৭ খ্রিষ্টাব্দ
১৯২৭ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থের এই ভাগগুলি হলো- 
    বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, বিবিধ সঙ্গীত, জাতীয় সঙ্গীত।