গানের বহি
রবীন্দ্রনাথের গানের সংকলন।
প্রকাশকাল:


এই গ্রন্থে গৃহীত কাব্যগুলো ছিল- কৈশোরক, ভানুসিংহ (ভানুসিংহ ঠাকুরের পদাবলী),
বাল্মীকি প্রতিভা, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, প্রকৃতির প্রতিশোধ, ছবি ও গান, কড়ি ও কোমল, মায়ার খেলা, মানসী, রাজা ও রাণী, বিসর্জ্জন, সোনার তরী, চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, চিত্রা, মালিনী, চৈতালি, গানের বহি। এই গ্রন্থের গান অংশে ছিল ১১৯টি গান এবং ব্রহ্মসঙ্গীত অংশে ছিল ১৬৩টি গান। এ ছাড়া বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, বিভিন্ন নাটক ও কাব্যগ্রন্থে গৃহীত ১৮৮টি গান এই সংকলনে মুদ্রিত হয়েছিল।

নিচে এই গ্রন্থে গৃহীত গানগুলোর তালিকা তুলে ধরা হলো।

  1. এ কী আকুলতা ভুবনে [প্রকৃতি-৩] [তথ্য]

  2. ওহে সুন্দর মম গৃহে আজি [প্রেম-১৮৭] [তথ্য]

  3. চিত্ত পিপাসিত রে [প্রেম-১] [তথ্য]

  4. গহন কুসুমকুঞ্জ-মাঝে [ভানুসিংহঠাকুরের পদাবলী-৮] [থ্য]

  5. নাচ্ শ্যামা, তালে তালে [নাট্যগীতি-৭] [তথ্য]

  6. বঁধুয়া, হিয়া-’পর আও রে [ভানুসিংহঠাকুরের পদাবলী-৬] [তথ্য]

  7. বসন্ত আওল রে  [ভানুসিংহঠাকুরের পদাবলী-] [থ্য]

  8. বার বার, সখি, বারণ করনু  [ভানুসিংহঠাকুরের পদাবলী-১৮] [তথ্য]

  9. বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে [প্রকৃতি-১] [তথ্য]

  10. শুন লো  শুন লো বালিকা [ভানুসিংহঠাকুরের পদাবলী-] [তথ্য]

  11. শুন, সখি, বাজই বাঁশি [ভানুসিংহঠাকুরের পদাবলী-] [তথ্য]