কাব্য-গ্রন্থ
-১০
রবীন্দ্রনাথের রচিত কবিতা ও গানের ক্রমিক সংকলনের দশম খণ্ড।
গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯১৬
খ্রিষ্টাব্দ-এ (১৩২৩ বঙ্গাব্দ)। এই গ্রন্থটিতে বিষয় অনুসারে ভাগ ছিল বাল্মীকি
প্রতিভা, মায়ারখেলা, বিবিধসঙ্গীত
নিচে এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানের বিভাগ তালিকা এবং বিভাগের গানগুলোর বর্ণানুক্রমে দেওয়া হলো।
বিবিধ-সঙ্গীত
-
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া।
[প্রেম ও প্রকৃতি-৪৪]
[তথ্য]
- অনাদি অসীম অকূল
সিন্ধু [তথ্য]
-
অন্তর মম বিকশিত করো অন্তরতর হে
[পূজা-১১১]
[তথ্য]
-
অলকে কুসুম না দিয়ো
[প্রেম-১২৬]
[তথ্য]
-
আকুল
কেশে আসে [প্রেম-১৫৩]
[তথ্য]
-
আজ আসবে শ্যাম গোকুলে [নাট্যগীতি-৪৭]
[তথ্য]
- আজ তোমারে দেখতে এলেম [প্রেম-৩৬৫]
[তথ্য]
- আজি যত তারা তব আকাশে [পূজা-৬৬]
[তথ্য]
[নমুনা
[প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- আমরা বসব তোমার সনে [নাট্যগীতি-৮৫]
[তথ্য]
- আমরা লক্ষ্মীছাড়ার দল [বিচিত্র-১১২]
[তথ্য]
- আমাকে যে বাঁধবে ধরে [বিচিত্র-৬৪,প্রেম ও প্রকৃতি-৬০]
[তথ্য]
- আমাদের শান্তিনিকেতন [বিচিত্র-৪১]
[তথ্য]
- আমাদের সখীরে কে নিয়ে যাবে [নাট্যগীতি-৪০]
[তথ্য]
- আমার পরান লয়ে কী খেলা [প্রেম-৩১]
[তথ্য]
- আমার মন মানে না [প্রেম-৫৮]
[তথ্য]
-
আমার
যাবার সময় হল [বিচিত্র-১৩৩]
[তথ্য]
-
আমারে
কে নিবি ভাই [পূজা-৫৫৮]
[তথ্য]
-
আমারে করো তোমার বীণা
[প্রেম-৩৩]
[তথ্য]
-
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
[পূজা-৫৫৫]
[তথ্য]
-
আমি চিনি গো চিনি তোমারে [প্রেম-৮৬]
[তথ্য]
-
আমি
ফিরব না রে [বিচিত্র-৩৩]
[তথ্য]
-
আমিই
শুধু রইনু বাকি [বিচিত্র-১৩৫]
[তথ্য]
-
আয় রে
আয় রে সাঁঝের বা [নাট্যগীতি-২৪]
[তথ্য]
-
আয় লো সজনি [কালমৃগয়া] [কাব্যগ্রন্থ: দশমখণ্ড (১৩২৩)
নমুনা]
-
আর কি আমি ছাড়ব তোরে [নাট্যগীতি-৯১]
[তথ্য]
-
আহা, জাগি পোহালো বিভাবরী [প্রেম-১৩৯]
[তথ্য]
- উঠ রে মলিন মুখ [তথ্য]
-
এ কী আকুলতা ভুবনে [প্রকৃতি-৩]
[তথ্য]
-
এ কী হরষ হেরি কাননে [প্রেম
ও প্রকৃতি ১৫] [তথ্য]
-
এখনো তারে চোখে দেখি নি [প্রেম-৩৬৭]
[তথ্য]
-
এত ফুল
কে ফোটালে [নাট্যগীতি-৩৯]
[তথ্য]
-
এবার, সখী, সোনার মৃগ [প্রেম-৩৪৮]
[তথ্য]
-
এস এস ফিরে এস [প্রেম-২৫২]
[তথ্য]
-
ও কেন চুরি ক'রে চায় [প্রেম-৩৯১]
[তথ্য]
-
ও যে মানে
না মানা [প্রেম-১১৯]
[তথ্য]
-
ওকে ধরিলে তো ধরা দেবে না [প্রেম-২৪০]
[তথ্য]
-
ওগো,
তোরা
কে যাবি পারে [বিচিত্র
৭০] [তথ্য]
-
ওগো
দয়াময়ী চোর [নাট্যগীতি-৭৯]
[তথ্য]
-
ওগো
ভাগ্যদেবী পিতামহী [বিচিত্র-১২৪]
[তথ্য]
-
ওগো হৃদয়বনের শিকারী [নাট্যগীতি-৭৮]
[তথ্য]
-
ওর মানের এ বাঁধ টুটবে না [নাট্যগীতি-৮৯]
[তথ্য]
-
ওরে,
আগুন আমার ভাই
[পূজা-৬১১]
[তথ্য]
-
ওরে শিকল,
তোমায় কোলে ক’রে [বিচিত্র-৬৩]
[তথ্য]
-
ওরে
সাবধানী পথিক [বিচিত্র
৬৬] [তথ্য]
-
ওলো সই, ওলো সই [প্রেম-৮১]
[তথ্য]
- ওহে সুন্দর মম গৃহে আজি
[প্রেম-১৮৭]
[তথ্য]
- কমলবনের মধুপরাজি [বিচিত্র-৮]
[তথ্য]
-
কাছে
তার যাই যদি [নাট্যগীতি-১২]
[তথ্য]
-
কার হাতে যে ধরা দেব [নাট্যগীতি-৭৭,
প্রেম ও প্রকৃতি ৫৯]
[তথ্য]
-
কী রাগিণী বাজালে হৃদয়ে
[প্রেম-৫৫] [তথ্য]
-
কী হল আমার [প্রেম-৩৪৯]
[তথ্য]
- কে উঠে ডাকি মম বক্ষে
নীড়ে থাকি [প্রেম-২৯৯]
[তথ্য]
-
কে বলেছে
তোমায়, বঁধু [প্রেম-১১৬]
[তথ্য]
-
কেন ধরে রাখা [প্রেম-২৪১]
[তথ্য]
-
কেন নয়ন আপনি ভেসে
যায়।
[প্রেম-২৪৬]
[তাসের
দেশ]
[তথ্য]
-
কেন রে চাস ফিরে ফিরে [নাট্যগীতি-৩৬]
[তথ্য]
- কেন সারা দিন ধীরে ধীরে [প্রেম-২৯৬]
[তথ্য]
-
কেহ কারো মন বোঝে না [প্রেম-৩৯২]
[তথ্য]
- ক্ষ্যাপা তুই আছিস আপন
খেয়াল ধরে
[স্বদেশ-৪৫]
[তথ্য]
-
গহন ঘন ছাইল গগন
ঘনাইয়া [প্রকৃতি-২৯]
[তথ্য]
-
গহন ঘন বনে
পিয়াল-তমাল-সহকার-ছায়ে [প্রেম-২৯৮]
[তথ্য]
- গভীর রজনী নামিল হৃদয়ে [পূজা-২৫৬]
[তথ্য]
[নমুনা]
- গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ [বিচিত্র-১৪]
[তথ্য]
- চিত্ত পিপাসিত রে [প্রেম-১]
[তথ্য]
- তবু মনে রেখো [প্রেম-১৫১]
[তথ্য]
- তবে শেষ করে দাও [প্রেম-১৪৯]
[তথ্য]
-
তরী
আমার হঠাৎ ডুবে যায় [বিচিত্র
৬৭] [তথ্য]
-
তুমি যেয়ো না এখনি [প্রেম-১৫২]
[তথ্য]
- তুমি রবে
নীরবে হৃদয়ে মম
[প্রেম-৬২] [তথ্য]
- তোমরা সাবাই ভালো
[তথ্য]
-
তোমার গোপন কথাটি
[প্রেম-৬৩] [তথ্য]
-
তোমার রঙিন পাতায় লিখব [প্রেম-১৩১]
[তথ্য]
- তোরা
বসে গাঁথিস মালা [প্রেম
ও প্রকৃতি-৪]
[তথ্য]
- দাঁড়াও আমার আঁখির আগে [পূজা-১০১]
[তথ্য]
[নমুনা]
-
দুজনে
দেখা হল [প্রেম ও
প্রকৃতি ৩২] [তথ্য]
-
দেখ ঐ কে এসেছে
[কাব্যগ্রন্থ ১০ -১৩২৩] [নমুনা]
-
ধীরে ধীরে প্রাণে আমার [নাট্যগীতি-২৯]
[তথ্য]
-
নয়ন মেলে দেখি আমায় [প্রেম-৩৮৫]
[তথ্য]
- নিশি না
পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও [প্রেম-১২৫]
[তথ্য]
-
পুরানো সেই দিনের কথা [প্রেম
ও প্রকৃতি ৩৪] [তথ্য]
- পুষ্পবনে পুষ্প নাহি [প্রেম-১৪১]
[তথ্য]
-
প্রাণ চায় চক্ষু না চায় [প্রেম-৩৪৫]
[তথ্য]
-
ফিরায়ো না মুখখানি [প্রেম
ও প্রকৃতি ৪৫] [তথ্য]
-
ফুলে ফুলে ঢলে ঢলে [কালমৃগয়া] [তথ্য]
-
বড়ো বিস্ময় লাগে [প্রেম ও
প্রকৃতি ৫৩] [তথ্য]
-
বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ [নাট্যগীতি-৮৬]
[তথ্য]
-
বল্, গোলাপ, মোরে বল [প্রেম-৩৯৪]
[তথ্য]
-
বলি, ও
আমার গোলাপ-বালা
[প্রেম
ও প্রকৃতি-৫] [তথ্য]
-
বাজিল কাহার বীণা
মধুর স্বরে [প্রেম-২৯]
[তথ্য]
-
বিধি ডাগর আঁখি [প্রেম
ও প্রকৃতি ৫৭] [তথ্য]
-
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে [প্রকৃতি-১]
[তথ্য]
-
বেলা গেল তোমার পথ চেয়ে
[পূজা-১৪৮]
[তথ্য]
- ভালোবাসিলে যদি সে ভালো না বাসে [নাট্যগীতি-৩৪]
[তথ্য]
- ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে [পূজা-২৫৭]
[তথ্য]
[নমুনা]
- ভুলে ভুলে আজ ভুলময় [নাট্যগীতি-৭৩]
[তথ্য]
-
মধুর মধুর ধ্বনি বাজে [বিচিত্র-১০]
[তথ্য]
-
মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি [নাট্যগীতি-৪৩]
[তথ্য]
-
মন জানে
মনোমোহন আইল
[প্রেম-৩৮৯]
[তথ্য]
-
মনে রয়ে গেল মনের কথা [প্রেম-১৯৩]
[তথ্য]
-
মনোমন্দিরসুন্দরী [নাট্যগীতি-৮২]
[তথ্য]
-
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি [প্রেম-১৩৮]
[তথ্য]
-
মলিন
মুখে ফুটুক হাসি [নাট্যগীতি-৮৮]
[তথ্য]
- মা, একবার দাঁড়া গো হেরি [নাট্যগীতি-৪৪]
[তথ্য]
-
মান অভিমান ভাসিয়ে দিয়ে [প্রেম-১২০]
[তথ্য]
- যে ফুল ঝরে সেই তো ঝরে [প্রেম-৩৮৭]
[তথ্য]
-
রইল বলে রাখলে কারে
[স্বদেশ-৩৬]
[তথ্য]
-
শুধু যাওয়া
আসা
[বিচিত্র-৬৯] [তথ্য]
-
শুন নলিনী, খোলো গো আঁখি [প্রেম
ও প্রকৃতি ৯]
[তথ্য]
- সখী, আমারি দুয়ারে কেন আসিল [প্রেম-১৫০]
[তথ্য]
- সাজাব তোমারে হে ফুল দিয়ে [প্রেম-৩৮৮]
[তথ্য]
-
সারা বরষ দেখি
নে মা [বিচিত্র-১৩৬]
[তথ্য]
- সুন্দর
হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার
[প্রেম-৩২] [তথ্য]
-
সে আসে ধীরে [প্রেম-১৪০]
[তথ্য]
-
সোনার পিঞ্জর ভাঙিয়ে
আমার [প্রেম
ও প্রকৃতি-১১]
[তথ্য]
- হায় রে সেই তো
বসন্ত ফিরে [প্রথমাংশ,
শেষাংশ]
-
হাসিরে কি লুকাবি লাজে [প্রেম-৩৮৬]
[তথ্য]
-
হৃদয়
মোর কোমল অতি [প্রেম ও
প্রকৃতি ১২] [তথ্য]
-
হৃদয়ের এ কূল, ও কূল [প্রেম-৮২]
[তথ্য]
জাতীয় সঙ্গীত
-
আগে চল্,
আগে চল্ ভাই
[স্বদেশ-১৮]
[তথ্য]
-
আনন্দধ্বনি জাগাও গগনে
[স্বদেশ-১৯]
[তথ্য]
- আমরা পথে
পথে যাব সারে সারে
[স্বদেশ-৩৪]
[তথ্য]
-
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
[স্বদেশ-১]
[তথ্য]
- এ ভারতে রাখো নিত্য,
প্রভু [স্বদেশ-৩৫]
[তথ্য]
- একবার
তোরা মা বলিয়া
ডাক।
[জাতীয়
সংগীত-১১] [তথ্য]
- ও আমার
দেশের মাটি,
তোমার
'পরে
ঠেকাই মাথা
[স্বদেশ-২]
[তথ্য]
-
জননীর
দ্বারে আজি ওই শুন গো
[স্বদেশ-৩৭]
[তথ্য]
-
তবু পারি নে সঁপিতে প্রাণ
[জাতীয়
সংগীত-৯] [তথ্য]
-
নব
বৎসরে করিলাম পণ
[জাতীয়
সংগীত-১৪] [তথ্য]
- মিলেছি আজ মায়ের ডাকে [কাব্যগ্রন্থ ১০,
১৩২৩] [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
-
সার্থক জনম আমার জন্মেছি এই দেশ
[স্বদেশ-২৪]
[তথ্য]
-
হে
ভারত, আজি তোমারি সভায়
[জাতীয়
সংগীত-১৩] [তথ্য]
ধর্ম্মসঙ্গীত
- জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত [পূজা-২১]
[তথ্য]
[নমুনা প্রথমাংশ,
শেষাংশ]
- তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার [পূজা-৬৯]
[তথ্য]
[নমুনা]
- তোমার নয়ন আমায় বারে বারে[পূজা-৮]
[তথ্য]
[নমুনা]
- প্রভু, আমার প্রিয় আমার [পূজা-৬৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]