কাব্যগ্রন্থ  
অষ্টম খণ্ড (১৩১০ বঙ্গাব্দ)
রবীন্দ্রনাথের রচিত কবিতা ও গানের ক্রমিক সংকলনের ৮ম ভাগ। মোহিতচন্দ্র সেন-এর 
সম্পাদনায় এই গ্রন্থটি প্রকাশিত হয়  
১৩১০ বঙ্গাব্দের  
৮ই ফাল্গুন। (২০ 
ফ্রেব্রুয়ারি ১৯০৪ খ্রিষ্টাব্দ)। 
এই ভাগের বিষয়গত নাম ছিল গান। 
গ্রন্থটির প্রকাশক ছিলেন এস্, সি মজুমদার। ঠিকানা ছিল ২০ নম্বর কর্ণওয়ালিস স্ট্রীট, 
কলিকাতা। মজুমদার লাইব্রেরী।
 
এই গ্রন্থের 
গানগুলিকে চারটি বিষয়ে ভাগ করা হয়েছিল। এই ভাগগুলো হলো—
বিবিধ সঙ্গীত, বাল্মীকি 
প্রতিভা, জাতীয় সঙ্গীত ও ব্রহ্মসঙ্গীত।
গ্রন্থটির সূচিতে এই ভাগগুলোর পত্রাঙ্ক নির্দেশ ছিলো—
 
	
	বিবিধ 
	সঙ্গীত...   
	৩-১১৫
	
	বাল্মীকি 
	প্রতিভা... ১১৬-১৪৮
	জাতীয় সঙ্গীত...   
	১৪৯-১৭১
	ব্রহ্মসঙ্গীত...        ১৭৬-৩৩৮
 
গ্রন্থের গানের বর্ণানুক্রমিক সূচি দেওয়া 
হলো। একই সাথে তৃতীয় বন্ধনীর মধ্যে যুক্ত করা হলো, বর্তমানে বিশ্বভারতী কর্তৃক 
প্রকাশিত অখণ্ড গীতবিতানের পর্যায় এবং তথ্যের সংযোগ।  ৭৫-পৃষ্ঠা পর্যন্ত।
	- 
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া [প্রেম 	ও প্রকৃতি-৪৪] [তথ্য]
 
- 
আজ আসবে শ্যাম গোকুলে  [নাট্যগীতি-৪৭] 
	[তথ্য]
- 
	কী হল আমার [বিবিধ সঙ্গীত ৪। পৃষ্ঠা: ৬-৭] 
	[তথ্য]
- 
বল্, গোলাপ, মোরে বল [বিবিধ সঙ্গীত ৪। পৃষ্ঠা: ৬] 
	[তথ্য] 
[
নমুনা] 
- 
বলি, ও আমার গোলাপ-বালা [বিবিধ সঙ্গীত -২। পৃষ্ঠা: ৪-৫] 
	[তথ্য][নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- 
শুন নলিনী, খোলো গো আঁখি [বিবিধ সঙ্গীত-১। পৃষ্ঠা: ৩-৪] 
	[তথ্য][নমুনা:
প্রথমাংশ, 
					শেষাংশ]
- আজি যে রজনী যায়
	[প্রেম-২৪৭] 
[তথ্য]
	
 আজি 
শরততপনে  প্রভাতস্বপনে 
[প্রকৃতি-১৪১] 
[তথ্য]
 আমরা লক্ষ্মীছাড়ার দল [বিচিত্র-১১২] [তথ্য]
 আমার পরান লয়ে কী 
খেলা [প্রেম-৩১] 
	[তথ্য]
 আমার প্রাণের 'পরে 
চলে গেল [প্রেম-১৯২] [তথ্য]
 আমার মন মানে না [প্রেম-৫৮] 
[তথ্য]
 আমি কেবলই স্বপন [বিচিত্র ৬৮] [তথ্য]
 আমি চাহিতে এসেছি 
শুধু একখানি মালা [প্রেম-৫৩] [তথ্য]
 আমি নিশি নিশি কত [প্রেম-৩০৩] [তথ্য]
 আহা, জাগি পোহালো বিভাবরী [প্রেম-১৩৯] 
[তথ্য]
 এখনো তারে চোখে দেখি নি 
[প্রেম-৩৬৭] [তথ্য]
 এমন দিনে তারে বলা যায় [প্রেম-২৪৮] [তথ্য]
 ওই জানালার কাছে বসে আছে [নাট্যগীতি-২৭] [তথ্য]
 ওগো এত প্রেম-আশা [প্রেম-৩০২] [তথ্য]
 ওগো কে যায় বাঁশরি বাজায়ে 
[প্রেম-৩০০] [তথ্য]
 ওগো শোনো কে বাজায় [প্রেম-৫৬] [তথ্য]
 ওলো সই, ওলো সই [প্রেম-৮১] 
[তথ্য]
 কখন যে বসন্ত গেল [প্রেম-৩০৪] [তথ্য]
 কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া [প্রেম ও প্রকৃতি ২০] [তথ্য]
 কেন ধরে রাখা [প্রেম-২৪১] 
[তথ্য]
 কেন বাজাও কাঁকন কনকন [প্রেম-১২৩] [তথ্য]
 কেন যামিনী না যেতে জাগালে না [প্রেম-১২৪] 
[তথ্য]
 কেহ কারো মন বোঝে না [প্রেম-৩৯২] 
[তথ্য]
 তবু মনে রেখো 
	[প্রেম-১৫১] 
[তথ্য]
 তবে শেষ করে দাও [প্রেম-১৪৯] 
[তথ্য]
 তুমি কোন্ কাননের ফুল [প্রেম-৩৬৩] [তথ্য]
 দুজনে দেখা হল [প্রেম ও প্রকৃতি ৩২] [তথ্য]
 পুরানো সেই দিনের কথা [প্রেম ও প্রকৃতি ৩৪] [তথ্য]
 বাঁশরি বাজাতে চাহি 
[প্রেম-৩০৫] [তথ্য]
 বিদায় করেছ যারে নয়নজলে [প্রেম-৩৮৩] 
[তথ্য]
 ভালোবেসে, সখী, নিভৃতে যতনে [প্রেম-৩৪] [তথ্য]
 মম যৌবননিকুঞ্জে গাহে পাখি [প্রেম-১৩৮] 
[তথ্য]
 যদি বারণ কর তবে গাহিব না। [প্রেম-১২২] 
[তথ্য]
 যাহা পাও তাই লও [বিচিত্র-১৩৭] [তথ্য]
 যে ফুল ঝরে সেই তো ঝরে 
[প্রেম-৩৮৭] [তথ্য]
 শুধু যাওয়া
	
	আসা 
[বিচিত্র-৬৯] [তথ্য]
 সখী, আমারি 
দুয়ারে কেন আসিল [প্রেম-১৫০] [তথ্য]
 সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় 
[প্রেম-৬১] [তথ্য]
 হায় রে সেইত বসন্ত এল [নমুনা]
 হেরিয়া শ্যামল ঘন নীল গগনে [প্রকৃতি-৩০] [তথ্য]
 হেলা ফেলা সারা বেলা [প্রেম-৩০১] 
[তথ্য]