রবিচ্ছায়া

সঙ্গীত সংকলন

 

 

রবীন্দ্রনাথের রচিত গানের প্রথম সংকলন। গ্রন্থটির সংকলক ছিলেন সিটি কলেজের শিক্ষক যোগেন্দ্রনারায়ণ মিত্র। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১২৯২ বঙ্গাব্দের বৈশাখ মাসে। অবশ্য বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুসারে এই পুস্তকটির প্রকাশকাল ছিল- ২ জুন ১৮৮৫ [২৯ জ্যৈষ্ঠ ১২৯২]। তবে বেঙ্গল লাইব্রেরির গ্রন্থপ্রকাশের উল্লিখিত তারিখটি মান্য করা যায় না। কারণ সঞ্জীবনী পত্রিকার '২০ বৈশাখ' সংখ্যায় গ্রন্থটির সমালোচনা প্রকাশিত হয়েছিল।