চণ্ডালিকা
রবীন্দ্রনাথের রচিত নাটিকা এবং নৃত্যনাট্য
রাজেন্দ্রলাল মিত্র-কর্তৃক সম্পাদিত The Sanskrit Buddhist Literature of Nepal (Published by the Asiatic Society of Bengal, 57, Park Street, 1882) গ্রন্থের ২২৩-২৪ পৃষ্ঠায় যে আখ্যান-অংশ মুদ্রিত ছিল, তার অবলম্বনে সতীশচন্দ্র রায় 'চণ্ডালী' নামে একটি সুদীর্ঘ কবিতা রচনা করেন। এই কবিতাটি রবীন্দ্রনাথের সম্পাদিত 'বঙ্গদর্শন' পত্রিকা মাঘ সংখ্যায় (১৩১০, পৃষ্ঠা ৪৪৯-৫৪) প্রকাশিত হয়েছিল।
একই কাহিনী অবলম্বনে রবীন্দ্রনাথ 'চণ্ডালিকা' নামে একটি নাটিকা রচনা করেন। ১৩৪০ বঙ্গাব্দের ভাদ্র মাসে নাটিকাটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই বছরের ভাদ্র মাসের শেষে কলকাতার ম্যাডান থিয়েটারে রবীন্দ্রনাথ নাটিকাটি আগাগোড়া পড়ে শোনান। রাজেন্দ্রলাল মিত্রের সংগৃহীত পাঠটির প্রথমাংশ অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ এবং তা 'চণ্ডালিকা' নাটিকার শুরুতে ভূমিকা হিসেবে যুক্ত করে দেন।
১৩৪৪ খ্রিষ্টাব্দের দিকে রবীন্দ্রনাথ এই নাটিকাটিকে নৃত্যনাট্যে পরিণত করেন। এই বছরের ফাল্গুন মাসে নৃত্যনাট্য 'চণ্ডালিকা' প্রকাশিত হয়।
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী ২৩ এবং ২৫ খণ্ড অনুসারে চণ্ডালিকা 'নাটিকা' এবং 'নৃত্যনাট্য'-এর পাঠ দেওয়া হলো।