গীতালি

এটি একটি রবীন্দ্রনাথের সঙ্গীত-সংকলন। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩২১ বঙ্গাব্দে। গ্রন্থটিতে মোট ১০৭টি গান স্থান পেয়েছে। বর্তমানে রবীন্দ্ররচনাবলীর একাদশ খণ্ডে স্থান পেয়েছে। রবীন্দ্ররচনবলী'র একাদশ খণ্ডে গীতালি'র শেষে সংযোজন অংশ আছে গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি'র পাণ্ডুলিপি-পুস্তকের আরো কিছু গান সংযোজিত হয়েছে। এই সংযোজিত গানের সংখ্যা মোট-১১টি। 
                                                                  
 


    

সূচি
আশীর্বাদ
 

অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে! [গীতালি-৫৫] 
অচেনাকে ভয় কী আমার ওরে [গীতালি-৮৭] 

এবার আমায় ডাকলে দূরে [গীতালি-২৯]
কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে  [গীতালি-৭৫]

দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল [গীতালি-১]
তোমার কাছে  বর মাগি[গীতালি-৬৯]
মালা হতে খসে-পড়া ফুলের একটি দল  [গীতালি-৩৪]
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে
[গীতালি-৫০]
শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়
[গীতালি-২৫]

সংযোজিত

প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে। [সংযোজন ৩]