রবীন্দ্রনাথের রচিত সকল গানের বাণী অংশ নিয়ে সঙ্কলিত গ্রন্থ বিশেষ।
এই
গ্রন্থটি প্রকাশের আগে রবীন্দ্রনাথের গানগুলো তত্ত্ববোধনী, ভারতী'র মতো
বিভিন্ন পত্রিকায়,
রবীন্দ্রনাথের নিজের
নাটকে বা স্বতন্ত্র
সঙ্গীত-সংকলনে,
জ্যোতিরিন্দ্রনাথের নাটকে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
রবীন্দ্রনাথ গানের সম্পূর্ণ সংগ্রহ প্রচারের
উদ্দেশ্যে গীতবিতান
নামক একটি 'সঙ্গীতসঙ্কলন' প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন
নেওয়া হয়। ১৩৩৮ বঙ্গাব্দে আশ্বিন
(সেপ্টেম্বর-অক্টাবর ১৯৩১)
মাসে,
বিশ্বভারতী-গ্রন্থালয় থেকে দু্ই খণ্ডে গীতবিতান প্রকাশিত হয়।
প্রথম খণ্ডের শুরুতে, কোন্ কোন্
গ্রন্থ থেকে এই খণ্ড দুটিতে গানগুলো গ্রহণ করা হয়েছে, তার নাম এবং গৃহীত গানের
তালিকা দেওয়া আছে। দুটি খণ্ডের অখণ্ডতা রক্ষার জন্য, পৃষ্ঠাঙ্কের ধারাবাহিকতা রক্ষা
করা হয়েছে। এই সূত্রে প্রথম খণ্ডের শেষ গান 'হে মোর চিত্ত পূণ্যতীর্থে' ৩৬৪ পৃষ্ঠায়
শেষ হয়েছে। আর দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠাঙ্ক শুরু হয়েছে ৩৬৫ পৃষ্ঠা থেকে। আর শেষ হয়েছে
৬৬৮ পৃষ্ঠায়।
তৃতীয় খণ্ড: গীতবিতানের প্রথম ও দ্বিতীয়
খণ্ড প্রকাশের পর, ১৩৩৯
বঙ্গাব্দের শ্রাবণ মাসে তৃতীয় খণ্ড প্রকাশিত হয়। এর পত্রাঙ্ক শুরু হয়েছে ৬৭১ থেকে,
আর শেষ হয়েছে ৮৫৮ পৃষ্ঠায়। এই খণ্ডের গানগুলো যে গ্রন্থগুলো থেকে গ্রহণ করা হয়েছিল,
তার তালিকা নিচে দেওয়া হলো।
- প্রবাহিনী (১৩৩২)
- গৃহপ্রবেশ (১৩৩২)
- সুন্দর (১৩৩২)
- শেষবর্ষণ (১৩৩২)
- শোধবোধ (১৩৩২)
- চিরকুমার সভা
(১৩৩২)
- নটীর পূজা (১৩৩৩)
- রক্তকরবী (১৩৩৩)
- গীতমালিকা ১ম
খণ্ড (১৩৩৪)
- ঋতুরঙ্গ (১৩৩৪)
- শেষরক্ষা (১৩৩৫)
- পরিত্রাণ (১৩৩৬)
- তপতী (১৩৩৬)
- গীতমালিকা ২য়
খণ্ড (১৩৩৬)
- নবীন (১৩৩৭)
- গীতোৎসব (১৩৩৮)
- আধুনিক সংগ্রহ
- পরিশিষ্ট-ক
- পরিশিষ্ট-খ
গীতাবিতানের দ্বিতীয় সংস্করণ
১৩৩৮-১৩৩৯ বঙ্গাব্দে গীতবিতানের তিনটি খণ্ডের প্রকাশের পর, রবীন্দ্রনাথ এর
দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি শুরু করেন। এই বিষয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে, তিনি
গানগুলোকে বিষয়ানুক্রমিক বিন্যাসে মনোযোগী হন। এই সূত্রে ১৩৪৫ বঙ্গাব্দের ভাদ্র
মাসে, গীতবিতানের প্রথম ও দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রথম খণ্ডে
স্থান পেয়েছিল পূজা ও স্বদেশ পর্যায়ের গান। দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছিল প্রেম,
প্রকৃতি, বিচিত্র ও আনুষ্ঠানিক পর্যায়ের গান। এই সংস্করণে 'প্রথম যুগের
উদয়দিগঙ্গনে' গানটি ভূমিকা হিসেবে নির্বাচন করা হয়েছিল। কিন্তু এই দ্বিতীয়
সংস্করণের গানগুলোতে প্রচুর ভুল থাকায়, তা বাতিল হয়ে যায়। এই বাতিলকৃত সংস্করণটি
বর্তমানে 'বিরল প্রচার' সংস্করণ হিসেবে বিবেচনা করা হয়।
এরপর নতুন করে
গীতবিতান প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। এই প্রচেষ্টায়
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে
পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ হিসেবে গীতবিতান দুই খণ্ডে প্রকাশিত হয়। আর
তৃতীয় খণ্ড নতুনভাবে
প্রকাশিত হয়েছিল ১৩৫৭ বঙ্গাব্দের আশ্বিন মাসে।
-
প্রথম খণ্ড দ্বিতীয় সংস্করণ (মাঘ ১৩৪৮)।
-
দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ (মাঘ ১৩৪৮)।
গীতাবিতানের পরবর্তী সংস্করণ
এরপর এই
গ্রন্থের সংশোধিত ও সংযোজিত পুনর্মুদ্রণ হয়-
প্রথম খণ্ড (চৈত্র
১৩৭০), দ্বিতীয় খণ্ড (আশ্বিন ১৩৭০), তৃতীয় খণ্ড (জ্যৈষ্ঠ ১৩৭৬)।
তৃতীয় খণ্ড প্রকাশের আগেই ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে গীতবিতানের অখণ্ড সংস্করণ
প্রকাশিত হয়। এর চারবার পুনর্মুদ্রণ হয় যথাক্রমে আশ্বিন ১৩৭২, বৈশাখ ১৩৭৩, বৈশাখ
১৩৭৪ ও বৈশাখ ১৩৭৫ বঙ্গাব্দে।
১৩৭৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে এর একটি সংস্কারকৃত পাঠ প্রকাশিত হয় এবং এর
পুনর্মূদ্রণ হয় পৌষ ১৩৭৭ বঙ্গাব্দে। এরপর শেষ সংস্করণ প্রকাশিত হয় পৌষ ১৩৮০
বঙ্গাব্দে। এরপর থেকে এর পুনর্মুদ্রণ হয়েছে।