রাজা ও রাণী
রবীন্দ্রনাথের রচিত একটি নাটক।
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২৯৬ বঙ্গাব্দের ২৫ শ্রাবণ
[শুক্রবার, ৯ অগাস্ট, ১৮৮৯] নাটিকটি প্রথম
প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি কলিকাতার ৫৫ নম্বর অপার চিৎপুর রোড-স্থ 'আদি
ব্রাহ্মসমাজ যন্ত্র'-এ কালিদাস চক্রবর্তী কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হয়েছিল। এর
মূল্য ছিল ১ টাকা। রবীন্দ্রনাথ গ্রন্থটি উৎসর্গ করেছিলেন তাঁর অগ্রজ
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর-কে।
এই সংস্করণে মোট ৮টি গান ব্যবহৃত হয়েছিল।
প্রথম সংস্করণের গানের
তালিকা