আনন্দ সঙ্গীত পত্রিকা
 

সঙ্গীত বিষয়ক পত্রিকা। এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩২০ বঙ্গাব্দের শ্রাবণ মাসে, ৪৭নং ওল্ড বালিগঞ্জ, কলিকাতা থেকে। এই পত্রিকাটির সম্পাদনায় ছিলেন প্রতিভাদেবী ও ইন্দিরাদেবী। এই পত্রিকায় প্রকাশিত অধিকাংশ গানের স্বরলিপিকার ছিলেন প্রতিভাদেবী ও ইন্দিরাদেবী। এর ভিতরে প্রতিভাদেবী'র করা স্বরলিপিগুলির সাথে রাগ তালের নাম উল্লেখ রয়েছে। এই পত্রিকায় রবীন্দ্রনাথের 'বাল্মীকি প্রতিভা', ফাল্গুনী'র  গানের স্বরলিপি-সহ অন্যান্য গান প্রকাশিত হয়েছিল। নিচে এই পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রসঙ্গীতের তালিকা বর্ণানুক্রমে তুলে ধরা হলো।

  1. অসীম ধন তো আছে তোমার [পূজা-৭৯] [তথ্য] [শ্রাবণ ১৩২২ বঙ্গাব্দ]
  2. আকাশ আমায় ভরল আলোয় [প্রকৃতি ২০৫] [তথ্য][কার্তিক ১৩২৫ বঙ্গাব্দ]
  3. আমায় বাঁধবে যদি কাজের ডোরে [পূজা-৫২] [তথ্য] [জ্যৈষ্ঠ ১৩২৩ বঙ্গাব্দ]
  4. আমার মুখের কথা তোমার [পূজা-১০৮] [তথ্য] [বৈশাখ ১৩২১ বঙ্গাব্দ]
  5. আমার সকল রসের ধারা। [পূজা-৬২] [তথ্য] [ভাদ্র ১৩২৪ সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। কিন্তু মুদ্রণ-বিভ্রাটের কারণে
    এই গানটি এই পত্রিকার আশ্বিন-কার্তিক ১৩২৪ সংখ্যায় পুনরায় মূদ্রিত হয়েছিল।]
  6. আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে [পূজা-৫০] [তথ্য][ভাদ্র ১৩২২ বঙ্গাব্দ]
  7. আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও [পূজা-৯২] [তথ্য] [অগ্রহায়ণ-পৌষ ১৩২৪ বঙ্গাব্দ]
  8. ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু। [পূজা-৫৩] [তথ্য] [আশ্বিন-কার্তিক ১৩২২ বঙ্গাব্দ]
  9. ওরে আমার হৃদয় আমার [প্রেম-৮] [তথ্য] সুর-তাল অনুল্লিখিত। অগ্রহায়ণ-পৌষ ১৩২৪।
  10. কাল রাতের বেলা গান এল মোর মনে [প্রেম-৯] [তথ্য][জ্যৈষ্ঠ ১৩২৩ বঙ্গাব্দ]
  11. কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। [পূজা-৫১] [তথ্য] [পৌষ ১৩২২ বঙ্গাব্দ]
  12. কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে [পূজা-১৮] [তথ্য] [অগ্রহায়ণ-পৌষ ও মাঘ-ফাল্গুন ১৩২৪ বঙ্গাব্দ।
  13. গানের সুরের আসন-খানি পাতি পথের ধারে[পূজা-২৪] [তথ্য]। ভাদ্র ১৩২৫ বঙ্গাব্দ।
  14. তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে [পূজা-৬] [তথ্য]। জ্যৈষ্ঠ ১৩২১ বঙ্গাব্দ।
  15. তোমায় আমায় মিলন হবে ব'লে [পূজা-৩৪] [তথ্য] ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ
  16. তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে। [পূজা-৭৩] [তথ্য] বৈশাখ ১৩২৩ বঙ্গাব্দ।
  17. তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫] [তথ্য] [চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
  18. দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে [পূজা-১৯ ] [তথ্য]। শ্রাবণ ১৩২২ বঙ্গাব্দ।
  19. জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা। স্বদেশ-১৪ জ্যৈষ্ঠ্য ১৩২২ বঙ্গাব্দ।
  20. প্রভু, তোমার বীণা যেমনি বাজে। [পূজা-৩৫] [তথ্য]। জ্যৈষ্ঠ ১৩২২ বঙ্গাব্দ।
  21. প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯] [তথ্য] ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ
  22. বাজাও আমারে বাজাও [পূজা-৯৯] [তথ্য] চৈত্র ১৩২০ বঙ্গাব্দ
  23. মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি [পূজা-৪০] [তথ্য] মাঘ-চৈত্র ১৩২৪ বঙ্গাব্দ
  24. মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। [পূজা-৩৯] [তথ্য] শ্রাবণ ১৩২৩ বঙ্গাব্দ।
  25. রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান [পূজা-২০] [তথ্য] আশ্বিন-কার্তিক ১৩২২ বঙ্গাব্দ।
  26. শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়। [পূজা-৩৭] [তথ্য]। বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩২৪ বঙ্গাব্দ
  27. সে দিনে আপদ আমার যাবে কেটে [পূজা-৪৯] [তথ্য] মাঘ-চৈত্র ১৩২৪ বঙ্গাব্দ